Tuesday, April 30, 2024

যশোরে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদন্ড

- Advertisement -

যশোরে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও অর্থদন্ডের আদেশ দিয়েছে আদালত। বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত আসামি আবুল হোসেন বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের মৃত নুর ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি শ্যামল কুমার মজুমদার।
আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ২০১৭ সালের ১০ নভেম্বর র‌্যাব-৬ যশোরের সদস্যরা খবর পায় আবুল হোসেন নিজ বাড়িতে ফেনসিডিল নিয়ে অবস্থান করছেন। ওই ফেনসিডিল প্রকাশ্যেই তিনি বিক্রি করছেন এমন খবরের প্রেক্ষিতে র‌্যাবের একটি টিম রাত আটটার পর আবুল হোসেনের বাড়িতে অভিযান চালায়। এসময় তার ঘরের খাটের নিচ থেকে ১শ’২৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এঘটনায় র‌্যাব-৬ যশোর ক্যাম্পের ডিএডি নকিবুল আলম বেনাপোল পোর্টথানায় মামলা করেন। মামলাটির তদন্ত কর্মকর্তা ২০১৭ সালের ৫ ডিসেম্বর আদালতে চার্জশিট জমা দেন। বুধবার এ মামলার রায়ঘোষনার দিনে বিচারক আবুল হোসেনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দেন। এসময় আবুল হোসেন পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ারা জারি করেন।

-রাতদিন নিউজ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত