Friday, May 3, 2024

চৌগাছায় আগুনে পুড়ে কৃষকের ৬গাভী আহত

- Advertisement -

শ্যামল দত্ত চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় আগুনে পুড়ে মারা গেছে কৃষকের ২ টি গাভী। আহত হয়েছে আরো ২ টি বাছুর ও ২ টি গাভী। মারা যাওয়া ১ টি গাভী গর্ভবতী ছিল। আহত গাভী দুটিও গর্ভবতী। এতে ওই কৃষক পরিবারের অন্তত চার লাখ টাকা ক্ষতি হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) দিবাগত রাতে উপজেলার স্বরুপদাহ গ্রামের পশ্চিম পাড়ার মৃত. হেলাল উদ্দীন মাওলানার ছেলে কৃষক তাহাজ্জেল হোসেনের বাড়িতে এঘটনা ঘটে। প্রবিবেশিরা জানান, কৃষক তাহাজ্জেল হোসেনের গোয়াল ঘরে আগুনের ঘটনাটা সাভাবিক ছিলনা। কারন তার গোয়াল ঘরের পাশে কোনো প্রকার আগুনের উৎস নেই। কেউ হিংসাত্বকভাবে এই ক্ষতি করেছেন বলে এলাকাবাসি মন্তব্য করেন। কৃষহ তাহাজ্জেল হোসেন জানান, তারাবি নামাজ পড়ে গুরু গুলোর খাবার দিয়ে তিনি ঘুমিয়ে পড়েন। রাত ১১ টার দিকে গরুগুলোর ডাকতে থাকে। এতে তার ঘুম ভাঙ্গে। ঘুম থেকে জেগে দেখেন তার গোয়ালঘরে দাও দাও করে আগুন জ্বলছে। আাগুন দেখে চিৎকার করলে প্রতিবেশিরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করেন। ততক্ষনে গোয়াল ঘরে থাকা গরুগুলো আগুনে ঝলসে যায়। এতে তাৎক্ষনক একটি গর্ভবর্তী গাভী ও একটি বকনা বাছুর মারা যায়। আহতহয় দুটি গর্ভবতী গাভী ও দুটি বাছুর গরু। আগুন নিয়ন্ত্রনে আনতে গিয়ে কৃষক তাহাজ্জেলও আহত হয়েছেন। তিনি আরো জানান, তার গাভীগুলো প্রতিদিন ৪/৫ কেজি করে দুধ দিচ্ছিল। এই দুধ বাজারে বিক্রি করে যে আয় হচ্ছিল তাতে তার সংসার ভালোভাবেই চলছিল। মারা যাওয়া দুটি গরুর মূল্য আনুমানিক দুই লাখ টাকা। এবং আহত দুটি গাভী ও একটি বাছুরের অবস্থা আশঙ্কাজনক। গাভী দুটির শরীরের ৮০ ভাগই ঝলসে গেছে। কৃষক পরিবারের অন্য সদস্যরা জানান, তাদের সাথে এমন কোনো শত্রুতা নেই। অনেক কষ্টে ছেলে মেয়ে বড় করছেন তাহাজ্জেল। কষ্টের পরে গরুগুলো তার সংসারের দুঃক্ষ ঘুচিয়ে দেয়। ভালো আয় হচ্ছিল গরুর দুধ বিক্রি করে। এজন্য কেউ হিংসা করে আগুন লাগিয়ে দিতে পারে বলে তাদের ধারনা। এ ঘটনা জানতে পেরে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী কৃষক তাহাজ্জেলের বাড়িতে গিয়ে খোজ খবর নিয়েছেন। তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং মর্মান্তিক! এঘটনায় দোষীদের খুজে বের করার চেষ্টা চলেছে বলেও তিনি জানান।

রাতদিন ডেক্স/জয়-১

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত