Wednesday, May 15, 2024

শ্রীরামকৃষ্ণদেবের ১৮৯ তম জন্মতিথি ও বার্ষিক উৎসব উদযাপন

- Advertisement -

যশোর শহরের রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের আয়োজনে দ্বিতীয় দিনে রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশনন্দ (মহারাজ) এর সভাপতিত্বে শ্রীরামকৃষ্ণদেবের ১৮৯ তম জন্মতিথি ও বার্ষিক উৎসব উপলক্ষে এক আলোচনা সভা  রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের মাঠে অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ,সম্মানিত অতিথি হিসেবে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার) পিপিএম, বিশেষ অতিথি ভারত কলকাতা বাগবাজার মাসিক উদ্বোধনী সম্পাদক স্বামী কৃষ্ণনাথানন্দ মহারাজ, চাঁদপুর জেলা বাবুরহাট কলেজের সহ কারী অধ্যাপক শ্রীমতি সমিতা বিশ্বাস সহ অনুষ্ঠানে দেশী ও ভারতীয় বিভিন্ন রামকৃষ্ণ ভক্ত উপস্থিত ছিলেন৷

শ্রীরামকৃষ্ণদেব এর জীবনী ও কর্ম নিয়ে আলোচনা করা হয়।শ্রীরামকৃষ্ণদেবের ১৮৯ তম জন্মতিথি ও বার্ষিক উৎসবকে কেন্দ্র করে রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন, যশোরে তিনদিন ব্যাপী এই অনুষ্ঠানের গতকাল ছিল দ্বিতীয় দিন। আজ ১৪ই মার্চ তিন দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী ঘটবে।

-রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত