Sunday, May 19, 2024

নয়দিন ব্যাপী মধু মেলার সমাপনী দিনে – জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন

- Advertisement -

মোঃ জাকির হোসেন,কেশবপুরঃ মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০তম জন্মবার্ষিকী ও নয় দিন ব্যাপী মধু মেলার সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন মন্ত্রী মোঃ ফরহাদ হোসেন বলেন, মহাকবি মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে আধুনিকতার ছোঁয়ায় প্রসিদ্ধ করেছেন। তাঁর প্রতিটি সাহিত্যে গভীর দেশাত্মবোধ জাগ্রত। বাংলা কে বিশ্ব সাহিত্য দরবারে উপস্থাপন করেছেন।

তিনি এলাকার মানুষের দাবি বাস্তবায়নে মেলার মাঠ আরো বড় করার দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন। যশোরের জেলা প্রশাসক ও মধু মেলা উদযাপন কমিটির আহ্ধসঢ়;বায়ক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদারের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর -৬ আসনের এমপি আজিজুল ইসলাম, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন, যশোর পৌর সভার মেয়র হায়দার গণি খান পলাশ, কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম, ড.কুদরত ই খোদা,প্রভাষক কানাই লাল ভট্টাচার্য।

সমাপনী অনুষ্ঠানে মহাকবির নামানুসারে সংস্কৃতি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটি আহ্ধসঢ়;বায়ক অ্যাডভোকেট আবুবকর সিদ্দিকী ও সদস্যরা জনপ্রশাসন মন্ত্রী ও স্থানীয় এমপি হাতে স্মারকলিপি তুলে দেন। এ আগে দুপুরে বালিয়াডাঙ্গা সর্বজনীন দেবালয় ট্রাস্ট এ আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন মন্ত্রী মোঃ mফরহাদ হোসেন,বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর -৬ আসনের এমপি আজিজুল ইসলাম, যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদার।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত