Wednesday, May 15, 2024

মাশরাফি প্রথম ম্যাচ থেকেই খেলবেন

- Advertisement -

গত বছরের মে মাসে ঢাকা লিগে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন মাশরাফি বিন মুর্তজা। এরপর আর মাঠে ফেরেননি। অনুশীলনও করা হয়নি। নির্বাচন শেষে মাঠে ফিরলেও শঙ্কা ছিল বিপিএলের পুরো আসরে মাশরাফিকে পাওয়া যাবে কিনা। সব শঙ্কা উড়িয়ে দিয়ে মাশরাফি সিলেটের হয়ে বিপিএল খেলতে পুরোপুরি প্র্রস্তুত। শনিবার দ্বিতীয় দিনে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে গত আসরের রানার্সআপ সিলেট স্ট্রাইকার্স।

প্রথম ম্যাচ থেকেই মাশরাফির খেলার বিষয়টি নিশ্চিত করেছেন তার ডেপুটি মোহাম্মদ মিঠুন। গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘মাশরাফি ভাই প্রথম ম্যাচ থেকেই অ্যাভেইলেবল আছেন। তিনি সবসময় দলের সঙ্গে মিশে যান। গতকাল মাঠে এসে সবার সঙ্গে বন্ডিং তৈরি করে নিয়েছেন। অন্য খেলোয়াড়দেরও তার সঙ্গে মানিয়ে নিতে কোনও সমস্যা হয় না।’

প্রথম ম্যাচ থেকে নিজেদের পরিকল্পনায় অটুট থেকে ম্যাচ খেলতে চায় সিলেট। মিঠুন বলেছেন, ‘আমরা দল হয়ে অনুশীলন করেছি, বোঝাপড়া ঠিক করে নিয়েছি। দল হিসেবেও আমরা ব্যালেন্স অবস্থায় আছি। দিনশেষে যারা ভালো ক্রিকেট খেলবে রেজাল্ট তাদের পক্ষেই যাবে। দল হিসেবে আমাদের লক্ষ্য ম্যাচ ধরে ধরে এগোনো। নিজেদের পরিকল্পনায় থেকে প্রতিপক্ষকে কীভাবে আটকে রাখতে পারি সেইটাই চেষ্টা থাকবে।’

সিলেট স্ট্রাইকার্সের তিনজন বিদেশি ক্রিকেটার দলে যোগ দিয়েছেন। জিম্বাবুয়ের আরও দুজন কাল দলে যোগ দেবেন বলে জানিয়েছেন মিথুন। তিনি আরও বলেছেন, ‘বিপিএল আয়োজন করাই হয় দেশি খেলোয়াড় তুলে আনার জন্যে। বিদেশি খেলোয়াড়দের মাঝেও সবসময় নিজেদের প্রমাণ করার যথেষ্ট সুযোগ থাকে। আমাদের সব খেলোয়াড়রাও এ বিষয়টা সম্পর্কে জানে। সবাই এ চেষ্টাটাই করে যেন নিজের সেরাটা বিপিএলে দিতে পারে। আমি নিজেও একই চেষ্টাই করি।’

-অনলাইন ডেস্ক

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত