Monday, May 20, 2024

ভোটের দিন মাঠে থাকবে র‍্যাবের ৭০০ টহল দল

- Advertisement -

র‍্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন বলেছেন, র‍্যাব, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা– সবার সঙ্গে সমন্বয় করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা সারা দেশে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করেছি। আগামীকাল র‍্যাবের ৭০০ টহল দল কাজ করবে।

শনিবার (৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুরে নির্বাচন উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

র‍্যাবের মহাপরিচালক বলেন, ‘আগামীকাল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমি কিছু ভোটকেন্দ্র পরিদর্শন করে দেখেছি, সবকিছুই প্রস্তুত রয়েছে। নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে আমরা কথা বলেছি। ভোট মানুষের গণতান্ত্রিক অধিকার। প্রতি পাঁচ বছরে মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়।’

এম খুরশীদ হোসেন বলেন, ‘আগামীকাল মানুষ যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে জন্য আমরা প্রস্তুত রয়েছি। ডগ স্কয়াড, বোম ডিসপোজাল ইউনিট এবং বিশেষ প্রয়োজনে র‍্যাবের হেলিকপ্টার থাকবে। এর বাইরে আমাদের একটি নতুন ডিভাইস আছে, যার নাম ওআইভিএস। এই ডিভাইস দিয়ে এলাকার বাইরে বহিরাগতরা আসলে শনাক্ত করা হবে।’

তিনি বলেন, ‘দেশের বিভিন্ন জেলায় নির্বাচন সংশ্লিষ্ট সবার সঙ্গে মতবিনিময় সভা করা হয়েছে। তাতে একটা বিষয় নিশ্চিত হয়েছি, আমাদের দারুণ একটি সমন্বয় রয়েছে। সবাই একসঙ্গে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করা হবে।’

 

-অনলাইন ডেস্ক

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত