Wednesday, May 15, 2024

ঝিকরগাছায় এলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মাদ আশরাফুল

- Advertisement -

ইকরামুল ইসলাম:  বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। যার চার ছক্কার সঙ্গে সঙ্গে হাজারো দর্শকের করতালিতে মুখরিত হয়ে উঠে খেলার মাঠ। ধারাভাষ্যকারসহ উপস্থিত দর্শকরা বলে উঠে‘এই তো আমাদের চিরচেনা সেই আশরাফুল। এবার সেই আশরাফুল এলেন যশোরের ঝিকরগাছা বাঁকুড়া-জেকাঠি গ্রামে।তবে খেলার মাঠে নয়।

বৃহস্প্রতিবার (২১ ডিসেম্বর)বিকালে ঐ গ্রামের ইংল্যান্ড প্রবাসী আবুল কালাম আজাদের আমন্ত্রনে স্বপরিবার তার বাসায় যান। আবুল কালাম আজাদ ইংল্যান্ডের মিল্টন কিংস ক্রিকেট একাদশের অধিনায়ক।

এদিকে ক্রিকেটার মোহাম্মাদ আশরাফুল আসার খবর আগে থেকেই এলাকায় ছড়িয়ে পড়লে তাকে এক নজর দেখার জন্য ভিড় করেন আবুল কালামের বাসায়। কেও কেও অনেক পথ পাড়ি দিয়ে এসেছেন প্রিয় ক্রিকেটারের সাথে সেলফি তুলতে। সেলফিও তুলেছেন অনেকে। আর ভক্তদের এমন কান্ডে রীতিমত হিমশিম খেতে হয়েছে আশরাফুলের।

সন্ধার ঢাকায় ফেরার পথে ঝিকরগাছার ঐতিয্যবাহী কুলবাড়ীয়া ইউনাইটেড স্পোটিং ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় কুলবাড়ীয়া ইউনাইটেড স্পোটিং ক্লাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য অস্ট্রেলিয়ার মতো বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে বাংলাদেশের ছিলো প্রথম জয়। ব্যাট উঁচিয়ে সেঞ্চুরির উদযাপন প্রথম কোনো বাংলাদেশির। আর সেটাতে এসেছিল খোদ আশরাফুলের ব্যাট থেকেই। ২০০৫ সালের ১৮ জানুয়ারি পাওয়া সেই জয়টির নায়কও ছিলেন তাই মোহাম্মদ আশরাফুল। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ই নয়, আরও অনেক সাফল্যের অংশীদার ছিলেন আশরাফুল। একই সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে ৫২ বলে ৯৪ রানের এক অনবদ্য ইনিংসও খেলেন আশরাফুল যা এখন পর্যন্ত সবচেয়ে দ্রুত গতির বেশি ব্যাটিং রেট।

এর আগে ২০০১ সালের ৮ সেপ্টেম্বর শ্রীলংকার বিপক্ষে অভিষেক টেস্টেই ক্রিকেট বিশ্বে আলোড়ন তৈরি করেন ‘এসস্কু‘ শটের জনক আশরাফুল।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত