Wednesday, May 15, 2024

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ: সেমিফাইনালে ভারতকে চেপে ধরল বাংলাদেশ

- Advertisement -
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারতের বিপক্ষে শুরুতেই ৪ উইকেট তুলে নিয়ে শক্তিশালী প্রতিপক্ষকে চেপে ধরেছে বাংলাদেশ।

শুক্রবার (১৫ ডিসেম্বর) আরব আমিরাতের আইসিসি একাডেমি মাঠে টস হেরে ব্যাট করতে দলীয় ১৩ রানে তিন উইকেট হারায় ভারত। ব্যাট করতে নেমে ২ বলে ২ রান করে সাজঘরে ফেরেন ওপেনার আদর্শ সিং। বাঁহাতি পেসার মারুফ মৃধার বলে এলবিডব্লিউ হন তিনি। এরপর ৬ বলে ১ রান করা আর্শিন কুলকার্নিকে নিজের দ্বিতীয় শিকার বানান মৃধা।

অধিনায়ক উদয় শাহারানকে রানের খাতাই খুলতে দেননি মারুফ। অর্থাৎ প্রথম তিন উইকেটে তিনটিই শিকার করেন এই বাঁহাতি পেসার।

এরপর দলের হাল ধরার চেষ্টা করেন প্রিয়ানসু মলিয়া ও শচিন দাস। তবে বাংলাদেশি বোলারদের তোপের মুখে বেশিক্ষণ টিকে থাকতে পারেনি শচিন। ২৩ রানের জুটিটি ভেঙে দেন ডানহাতি পেসার রোহানাাত দৌল্লা বর্ষণ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১৪ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৫২ রান। প্রিয়ানসু মলিয়া আছেন ১৫ রানে, মুশের খান ৬ রানে অপরাজিত আছেন।

বাংলাদেশি বোলারদের মধ্যে মারুফ মৃধা সবচেয়ে সফল। তিনি ৩ ওভারে ২টি মেডেন দিয়ে মাত্র ১৩ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছেন। রোহানাাত দৌল্লা বর্ষণ ৩ ওভারে ২২ রান দিয়ে ১ উইকেট শিকার করেছেন।

-অনলাইন ডেস্ক

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত