Wednesday, May 15, 2024

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ বাংলাদেশের দল ঘোষণা

- Advertisement -

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে ২০২৩ সালে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের আসর। এ উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মাহফুজুর রহমান রাব্বিকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে।

রোববার অফিসিয়াল বিবৃতিতে দল ঘোষণা করেছে বিসিবি। দলে রয়েছেন নিয়মিত দলের সবাই। আসরে অংশগ্রহণের লক্ষে আগামী বুধবার আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছাড়বে দলটি। আসরে বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে রয়েছে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত, শ্রীলঙ্কা ও জাপান। আসরে বাংলাদেশের প্রথম ম্যাচ ৯ ডিসেম্বর। সকাল সাড়ে নয়টায় আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে যুবারা।

পরের ম্যাচে ১১ ডিসেম্বর সকাল সাড়ে নয়টায় জাপানের মুখোমুখি হবে বাংলাদেশ। শেষ ম্যাচে ১৩ ডিসেম্বর লঙ্কার যুবাদের মোকাবেলা করবে লাল সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশ যদি সেমিফাইনালে উঠরে ১৫ ডিসেম্বর মাঠে নামবে তারা। ফাইনালে পৌঁছাতে পারলে ১৭ ডিসেম্বর শিরোপা নির্ধারণী লড়াইয়ে লড়বে যুবারা।

বাংলাদেশ দল: মোহাম্মদ আশিকুর রহমান শিবলি, জিসান আলম, চৌধুরি মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান বরণ্য, আরিফুল ইসলাম, শিহাব জেমস, আহরার আমিন, শেখ পারভেজ জীবন, মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), মোহাম্মদ রাফি উজ্জামান রাফি, রহমত দৌলা বর্ষণ, ইকবাল হাসান ইমন, ওয়াসি সিদ্দিক ও মারুফ মৃধা।

 

-অনলাইন ডেস্ক

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত