Sunday, May 19, 2024

ঝিনাইদহে স্ত্রী-সন্তান হত্যায় স্বামীর ফাঁসি

- Advertisement -
ঝিনাইদহে স্ত্রী ও সন্তানকে গলায় ফাঁস ও গলা টিপে হত্যা মামলায় স্বামী সুজন হোসেনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২৭ নভেম্বর) দুপুরে অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক আব্দুল মতিন এ রায় দেন।
মামলা সূত্রে জানা যায়, শৈলকুপা উপজেলার নোন্দীরগাতী গ্রামের মৃত আহম্মদ বিশ্বাসের মেয়ে ইয়াসমিন খাতুনের সাথে একই উপজেলার সুজন হোসেনের বিয়ে হয়। তাদের ঘরে ৪ বছরের একটি ছেলে সন্তান ছিলো। আসামি সুজন অন্য নারীর প্রতি আসক্ত হয়ে স্ত্রীর ওপর নির্যাতন করতো। এরপর ২০১৬ সালের ১৮ ফেব্রুয়ারি আসামি সুজন তার স্ত্রী সন্তান নিয়ে বেড়াতে গেছে বলে ইয়াসমিনের পরিবার জানতে পারে। কিন্তু বেশ কয়েকদিন তাদের অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। পরে ইয়াসমিনের মা সালেহা বেগম বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে ২০১৬ সালের ২২ মার্চ আদালতে অপহরণ ও হত্যা মামলা দায়ের করেন। আদালত মামলাটি এজাহার হিসেবে শৈলকুপা থানাকে গ্রহণ করার নির্দেশ দেন।
পরে পুলিশ তদন্ত করে জানতে পারে আসামি সুজন ফরিদপুর উপজেলার সদরপুর এলাকায় পালিয়ে আছে। সেখান থেকে তাকে গ্রেফতার করলে আসামি আদালতে হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তার স্ত্রী ও সন্তানকে ফরিদপুর জেলার পদ্মা নদীর চরে গলায় ফাঁস ও গলা টিপে হত্যা করে বালি চাপা দিয়ে সে পালিয়ে ছিলো।

পুলিশ তদন্ত শেষে ২০১৭ সালের ৩১ জানুয়ারি আসামি সুজন হোসেনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ বিচারকি প্রক্রিয়া শেষে আদালত আসামিকে ফাঁসির আদেশ প্রদান করেন।

আদালতের রায়ের পর ইয়াসমিনের পরিবার খুশি হলেও তারা মনে করেন যে, আসামির ফাঁসি হলেও তাদের হারানো সন্তান ও মেয়েকে আর ফিরে পাওয়া যাবে না।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত