Wednesday, May 1, 2024

ভালুকায় মুক্ত জলাশয়ের মাছ নিয়ে মৎস্যচাষী ও স্থানীয়দের মাঝে বিরোধ

- Advertisement -

ভালুকা প্রতিনিধিঃ- ময়মনসিংহের ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নে অতিবর্ষনে ফিশারিজ তলিয়ে গেলে স্হানীয় কৃষকগন তাদের জমিতে মাছ ঢুকলে জাল এবং বাশের বেড়া দিয়ে মাছ আটকায়, ফলে স্হানীয় মৎস্যচাষী আসলাম কৃষকের জমিতে আটকানো মাছ তার নিজের দাবী করায় স্হানীয়রা সংসদ সদস্য আলহাজ্ব কাজীম উদ্দিন আহমেদ ধনু বরাবর মৎস্যচাষী জসিম উদ্দিন বিল্লাল লিখিত অভিযোগ করেন। এব্যাপারে সংসদ সদস্য কাজীম উদ্দিন আহম্মেদ ধনু, ইউ এন ও এরশাদুল আহম্মেদ কে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য নির্দেশ প্রদান করেন। এব্যাপারে স্হানীয় ইউপি চেয়ারম্যান জেসমিন নাহার রানী তার পরিষদের সদস্য এবং সংরক্ষিত মহিলা সদস্যদের নিয়ে শালিশ বৈঠক করে কোন ফয়সালা করতে পারেনি। এব্যাপারে ঐ ওয়ার্ডের নির্বাচিত মেম্বার লিটু কে অবহিত না করার কারন জানতে চেয়ে এর প্রতিবাদ করে শালিশ বৈঠকের ব্যাপারে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। স্হানীয় চাষীরা জানান আমরা নিজ উদ্যোগে জাল বাশ কিনে বেড়া দিয়ে মাছ আটকাইয়াছি এতে আমারা আর্থিক ভাবে অনেক ক্ষতিগ্রস্থ হয়েছি, এই মাছ গুলো নদী থেকে এসেছে।

রাতদিন ডেস্ক/জয়-০৪

 

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত