Wednesday, May 15, 2024

বাঘারপাড়ায় এছর ৯৭টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে

- Advertisement -

নিজস্ব প্রতিবেদক।। সারাদেশের ন্যায় যথাযথ নিয়ম নীতি অনুসারে এবছর ২০২৩ ইং শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে সনাতনধর্মাবলম্বীরা যশোরের বাঘারপাড়া উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায় সর্বমোট ৯৭টি পূজা মন্দিরে দুর্গাপূজা অনুস্ঠীত হবে, এ তথ্য নিশ্চত করেছেন উপজেলা প্রসাশন। সেই সুবাদে আগামী ২০ অক্টোবর ইং ২০২৩ বাংলা ৩ কার্তিক শুরু হবে শারদীয় দুর্গাপূজা। আর মাত্র কয়েক দিন বাদে উপজেলার জামদিয়া ইউনিয়নে ১০টি সর্বজনিন দুর্গামন্দিরে অনুস্ঠীত হতে যাচ্ছে হিন্দুদের বৃহৎ ধর্মীয়উৎসব দুর্গাপূজা সেই আলোকে ব্যাস্ত সময় পারকরছে মৃৎশিল্পীরা। এখন শুধু বাকি রং ও তুলির সুক্ষ্ম কারুকাজ। জামদিয়া ইউনিয়নের প্রায় ১০ পূজামণ্ডপ সরেজমিনে ঘুরে জানা গেল ছোটো খাটো টুকটাক দন্ধ লেগেই আছে তার মধ্যে অন্যতম ১১ খানের কমলাপুর ও রঘুরামপুর ছোট ছোট দুটো গ্রাম একক হিন্দু। গ্রামে দুটি দুর্গামন্দিরে এছর পূজা হচ্ছে কিন্তু অধিকাংশ মানুষ পূজায় অংশগ্রহণ করছে না। জানা গেল সামাজিক দন্ধের জেরে দুই গ্রামে ৫টি দল হয়েছে। আরও জানা গেল এ ইউনিয়নের আরও একটি গ্রাম আমুড়িয়া হিন্দু মুসলিম মিলে এ গ্রামে দুটি পাড়া পূর্ব ও পশ্চিম মিলে হাতে গোনা ৬০ পরিবার হিন্দু তারা ১০০ভাগ মানুষ মিলেমিশে একসাথে দুর্গোৎসব পালন করছে।এছাড়াও ইউনিয়নে অন্যান্য যে সব পূজা মন্দিরে মোটামুটি আন্দঘন পরিবেশে পূজা উদযাপন হচ্ছে তার মধ্যে জয়রামপুর সর্বজনিন দুর্গামন্দির, জামদিয়া ঠাকুর পাড়া, করিমপুর, জোকা, বাকড়ী ও ঘোড়ানাছ দুর্গামন্দিরের নাম উল্লেখযোগ্য। পার্শবর্তী ইউনিয়ন ৫ নং ধলগ্রাম সেখানে এবছর ১৩টি মন্দিরে পূজা অনুস্ঠীত হচ্ছে। এ ইউনিয়নের সচিব মো. আ. আলীম ও গ্রাম পুলিশ(দফাদার) আলাউদ্দিন আমাদের রিপোর্টার্সকে নিশ্চিত করেছে। উপজেলা প্রসাশন অন্যান্য বছরের ন্যায় এ বছর আইনশৃঙ্খলার দিক কঠোরভাবে নজরদারি করবেন।

রাতদিন ডেস্ক/জয়-০৮

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত