Thursday, May 2, 2024

যশোরে নিষিদ্ধ আফ্রিকান মাগুর ও জেলিপুশকরা চিংড়ি জব্দ, জরিমানা

- Advertisement -

যশোরে র‌্যাব ও ভ্রাম্যমান আদালতের যৌথ অভিযানে নিষিদ্ধ আফ্রিকান মাগুর ও জেলিপুশ করা চিংড়ি জব্দ করা হয়েছে। মঙ্গলবার রাতে পৃথক অভিযানে জব্দের পর তা ধংশ ও এরসাথে জড়িতদের কাছথেকে জরিমানা আদায় করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-৬ যশোরের কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

তিনি জানান ,মঙ্গলবার সন্ধার পর তাদেরকাছে খবর আসে যশোর সদর উপজেলার কাজীপুর নুরুজ্জামানের হ্যাচারীতে নিষিদ্ধ বিপুল পরিমাণ আফ্রিকান মাগুর মাছের পোনা মজুদ রয়েছে। তাৎক্ষনিক মেজর সাকিব নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু নাছিরকে সাথে নিয়ে সেখানে অভিযান চালান। ঘটনার সত্যতা পায় তারা। পরে সেখান থেকে ৬০ কেজি আফ্রিকান মাগুর মাছের পোনা জব্দের পর তা ধ্বংস করা হয়। একই সাথে হ্যাচারী মালিক নুরুজ্জামানের কাছথেকে পাঁচহাজার টাকা জরিমানা আদায় করা হয়। অন্যদিকে, মঙ্গলবার মধ্য রাতে র‌্যাবের কাছে খবর আসে জেলী পুশকরা চিংড়ি নিয়ে সাতক্ষীরার শ্যামনগর থেকে কয়েকটি বাস যশোরের দিকে আসছে। খবর পেয়ে র‌্যাব ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ এর সমন্বয়ে একটি টিম মনিহার এলাকায় অবস্থান নেন। রাত ২টার পর তিনটি বাসে জেলীপুশকরা চিংড়ি পায় তারা। মোট ২৪টি ককসিটে ৬শ’কেজী চিংড়ি জব্দ করা হয়। এ সময় ওই তিন বাস মালিকের কাছথেকে একলাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জব্দকৃত মাছ ধ্বংশ করা হয়। অভিযানে আরও অংশ নেন র‌্যাবের স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ হাবিবুর রহমান।

রাতদিন ডেস্ক/জয়-০৪

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত