Monday, May 20, 2024

মাঝ আকাশে বন্ধ হয়ে গেল ইন্ডিগো বিমানের ইঞ্জিন

- Advertisement -

মাঝ আকাশে আকস্মিক বন্ধ হয়ে যায় ইনডিগো এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের ইঞ্জিন। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মাঝে। তবে নিরাপদে অবতরণ করাতে সক্ষম হন পাইলট। গতকাল মঙ্গলবার দুপুরে কলকাতা থেকে বেঙ্গালুরু যাচ্ছিল ইনডিগোর ওই ফ্লাইট। 

এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, রানওয়ে ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই একটি ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। একপর্যায়ে মাঝ আকাশে বন্ধ হয়ে যায় উড়োজাহাজটি। এরপর কন্ট্রোল রুম থেকে অনুমতি দিলে অপর একটি ইঞ্জিনের সাহায্যে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করান পাইলট। এ সময় বিমানবন্দরে জরুরি অবস্থা জারি করা হয়। অবশ্য কিছু সময় পরই জরুরি অবস্থা তুলে নেয় কর্তৃপক্ষ।

এর আগের দিন সোমবারও ইন্ডিগোর আরেকটি ফ্লাইটের ইঞ্জিনে ত্রুটির ঘটনা ঘটে। ওই ফ্লাইটটি তামিলনাডুর মাদুরাই থেকে মুম্বাইয়ের উদ্দেশে যাচ্ছিল। মুম্বাইয়ে অবতরণের আগে কারিগরি ত্রুটি দেখা দেয়। পরবর্তীতে মুম্বাই বিমানবন্দরে নিরাপদে অবতরণ করা সম্ভব হয়।

এদিকে কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি ফ্লাইটের ইঞ্জিনে ত্রুটির ঘটনায় আবারও যাত্রী নিরাপত্তা এবং উড়োজাহাজের রক্ষণাবেক্ষণে ইন্ডিগোর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

অনলাইন ডেস্ক/ জয়_০৫

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত