Thursday, May 2, 2024

দাউ দাউ করে জ্বলছে অগ্নিশিখা

- Advertisement -

দাউ দাউ করে জ্বলছে অগ্নিশিখা, আগুন! আগুন! আগুন! মাঝ রাতে আমাদের আর্তনাদে ভরা চিৎকার কেউ কি শুনতে পাও তোমারা! পুড়ছে বঙ্গবাজার! নিউমার্কেট পুড়ে ছাই, অগ্নির লীলা ভূমি বিজিবি মার্কেট! ওয়ারীর বুকেও লেগেছে অগ্নি আঁচ। পুড়ে ছাই হচ্ছে রোজ, আমাদের ঘামে ভেজা দেওয়াল। আমাদের স্বপ্নভঙ্গ হচ্ছে প্রতিনিয়ত, বারংবার এই অগ্নিশিখাই পুড়ছে আমাদের স্বপ্ন। কালবৈশাখী যেমন ঘরের চালা উড়িয়ে নেয়! এই তপ্ত অগ্নিশিখা আমাদের স্বপ্ন, পুড়িয়ে চলেছে রোজ। আর কত দেখবো?এই লেলিহান অগ্নিশিখা, আর কত স্বপ্ন পুড়ে হবে ছাই! তবুও আমরা চোখ মুছে রোজ, পুড়ে ছাই এই ধ্বংসস্তূপে খুঁজে চলেছি, আমাদের নতুন স্বপ্নের সন্ধান।

লেখক: জেসিনা মুর্শীদ প্রাপ্তি

 

এস-৩

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত