Thursday, May 16, 2024

সৌদিতে সড়কে ঝরলো ২০ ওমরাহ যাত্রীর প্রাণ

- Advertisement -

রাতদিন ডেস্কঃ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ২০ ওমরাহ যাত্রী নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন আরো ২৯ জন। তবে নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

খালিজ টাইমস জানিয়েছে, সৌদির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সকলেই ওমরাহ পালনে মক্কা যাচ্ছিলেন। আসির প্রদেশ ও আভা শহরের সংযোগকারী ১৪ কিলোমিটার দীর্ঘ আকাবাত শার সড়কে সোমবার বিকাল ৪টায় এই দুর্ঘটনা ঘটে। সড়কে থাকা একটি সেতুর সঙ্গে ধাক্কা লেগে বাসটি উল্টে যায় এবং তাতে আগুন ধরে। হতাহতদের কাছাকাছি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্টের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। তারা ঘটনাস্থল ঘিরে রেখেছে।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, পাহাড় কেটে ওই রাস্তাটি তৈরি করা হয়েছিল। এরমধ্যে ১১টি টানেল এবং ৩২টি সেতু আছে।

সড়কটি ৪০ বছরেরও বেশি আগে নির্মাণ করা হয়। বাসটি একটি সেতু দিয়ে যাওয়ার সময় এর ব্রেক ফেল করে এবং সেতুর শেষ প্রান্তে গিয়ে নিরাপত্তা বেরিয়ারে আছড়ে পড়ে।

আল আখবারিয়া জানিয়েছে, নিহতরা ছিলেন বিভিন্ন দেশের নাগরিক। তবে কোন কোন দেশের নাগরিকরা ছিলেন তা নির্দিষ্ট করে জানায়নি গণমাধ্যমটি।

এমএইচ-০২

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত