Sunday, May 19, 2024

শ্রীপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

- Advertisement -

মাগুরার শ্রীপুরে মহান একুশে ফেব্রয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। মঙ্গলবার রাত ১২ টা ১ মিনিটের সময় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদীতে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। প্রথমে শহীদ মিনার পাদদেশে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করেন উপজেলা প্রশাসন। এরপর পর্যায়ক্রমে শ্রীপুর থানা পুলিশ, উপজেলা আওয়ামী লীগ, শ্রীপুর প্রেস ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযুদ্ধ সংহতি পরিষদ, ছাত্রলীগ, জাতীয় শ্রমিকলীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎসজীবি লীগ, মহিলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। সকাল সাড়ে ৭ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে প্রভাতফেরি উপজেলা চত্তর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার। জিকে আইডিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শিশির শিকদারের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হারুন-অর-রশিদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মসিয়ার রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম, শ্রীপুর এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামীমুল ইসলাম প্রমুখ।

মাগুরা প্রতিনিধি

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত