Wednesday, May 22, 2024

পাইকগাছায় বাল্যবিবাহ প্রতিরোধ, সন্ত্রাস ও জঙ্গিবাদ নিরোধ এবং মাদক নির্মুল বিষয়ক মতবিনিময় সভা

- Advertisement -

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি:-খুলনার পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে বাল্যবিবাহ প্রতিরোধ, সন্ত্রাস ও জঙ্গিবাদ নিরোধ এবং মাদক নির্মুল বিষয়ক মতবিনিময় সভা বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির ছিলেন খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন দেশ স্বাধীন হয়েছে বলেই আমরা সবাই স্বাধীনতার সুফল ভোগ করছি।কিন্তু জাতি হিসেবে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ যাদের আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে তাদের কাছে চির ঋণী,যে ঋণ শোধ হবার নয়।প্রতিটি ক্ষেত্রে দেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে,তবে সমাজে শান্তি,শৃঙ্খলা বজায় রাখার জন্য অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সামাজিক মানবিকভাবে আমাদের উন্নত হতে হবে।ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে।তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বলেন,স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বহুমুখী শিক্ষা গ্রহণ,সোস্যাল মিডিয়া পরিমিত ব্যবহার এবং স্মার্ট ফোন যতটা সম্ভব ব্যবহার কম করতে হবে।প্রতিটি ইউনিয়ন পরিষদে ব্রেস্ট ফিডিং কর্নার সহ নারীদের জন্য আলাদা ওয়াশ রুম স্থাপন,এলাকার ঐতিহ্য সংরক্ষণ,৩ ফসলী জমিতে কোন উন্নয়ন প্রকল্প গ্রহণ না করা এবং কোন জমি যাতে পতিত না থাকে সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান।উন্নয়ন ও অগ্রগতি যাতে ব্যাহত না হয় সে জন্য বৈশিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকারি ব্যয়ে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান।উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন,মেয়র সেলিম জাহাঙ্গীর, সহকারী কমিশনার আরাফাত হোসেন, সহকারী কমিশনার মুনতাসির হাসান খান,ওসি জিয়াউর রহমান,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু,মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী,ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন,অধ্যক্ষ আবুল কালাম আজাদ,রিপন কুমার মন্ডল,কাজল কান্তি বিশ্বাস,কওছার আলী জোয়াদ্দার,জিএম আব্দুস সালাম কেরু,আব্দুল মান্নান গাজী, শাহজাদা আবু ইলিয়াস,শেখ জিয়াদুল ইসলাম,অধ্যক্ষ মিহির বরণ মন্ডল সহ আরও অনেকে।সভায় সরকারি দপ্তরের কর্মকর্তা,প্রতিষ্ঠান প্রধান ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।জেলা প্রশাসক এছাড়াও পৌরসভা ও অরন্য পাইকগাছা আয়োজিত ১৩ দিন ব্যাপি একুশে বই মেলার উদ্বোধন,পৌর মেয়র ও কাউন্সিলরদের সাথে মতবিনিময়, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় ও আর্থিক সহায়তা প্রদান,চতুর্দশ খুলনা জেলা রোভার মুট কার্যক্রম,হরিঢালী ইউনিয়নে তৃতীয় পর্যায়ের আশ্রয়ণ প্রকল্পের নির্মাণ কাজ ও কপিলমুনি সহচরী বিদ্যামন্দির পরিদর্শন করেন।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত