Wednesday, May 22, 2024

পাইকগাছায় বীর নিবাস প্রকল্পের বাড়ী পেলেন ১২ মুক্তিযোদ্ধা পরিবার

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধিঃ খুলনার পাইকগাছার বীর নিবাস প্রকল্পের প্রথম পর্যায়ে বাড়ি পেলেন ১২মুক্তিযোদ্ধা পরিবার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে বীর নিবাস প্রকল্পের শুভ উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর এ উদ্বোধনী অনুষ্ঠান বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সম্প্রচারের আয়োজন করেন উপজেলা প্রশাসন।
অনুষ্ঠানে উপস্থিত উপকারভোগী ১২ মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে প্রথম পর্যায়ে নির্মিত উন্নতমানের বাড়ি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, সমবায় কর্মকর্তা জাকারিয়া, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
অত্র প্রকল্প যৌথভাবে বাস্তবায়ন করেন উপজেলা প্রশাসন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস ও সমাজসেবা দপ্তর। প্রতিটি বাড়ি নির্মাণে ব্যয় হয়েছে ১৪ লাখ ২২ হাজার টাকা।
আর কে-১৯
- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত