Tuesday, May 14, 2024

আধিপত্য বিস্তার নিয়ে কালিয়ায় বাড়িঘর ভাঙচুর-লুটপাট

সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইল প্রতিনিধিঃ নড়াইল জেলার কালিয়া উপজেলার ফুলদহ গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে হামলা চালিয়ে প্রতিপক্ষের প্রায় ৩০টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (৬ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে বলে জানা যায়। এলাকাবাসী সূত্রে জানা যায়, কালিয়া উপজেলার ফুলদহ গ্রামের সেলিম ফকির ও জামিরুল ফকিরের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলছে।
সোমবার (৬ ফেব্রুয়ারি) রাতে জামিরুল ফকিরের পক্ষের লোকজন প্রতিপক্ষ সেলিম ফকিরের পক্ষের লোকজনের বাড়ি হামলা চালিয়ে ৩০টির অধিক বাড়িঘরে ভাঙচুর, স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোনসহ টিভি, ফ্রিজ লুটপাটের করে নিয়ে যায়। এর ফলে ক্ষতিগ্রস্তরা কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেন।
উল্লেখ্য, দীর্ঘদিনের বিরোধের জের ধরে গত ১৫ জানুয়ারি থেকে দুই পক্ষের মধ্যে কয়েক দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পূর্বের ঘটনার জের ধরেই সোমবার (৬ ফেব্রুয়ারি) রাতে এসব বাড়িতে ভাঙচুর করে। হামলায় শতাধিক ব্যাক্তি বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র নিয়ে ঘন্টাব্যাপি হামলা চালায় বলে জানা গেছে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ তাসমীম আলম জানান, এ ঘটনায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক ও পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সম্প্রতিক সংঘাত-সংঘর্ষের ঘটনায় বিবাদমান দুইপক্ষে মোট ৪টি মামলা দায়ের হয়েছে।
আর কে-১৫
- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত