Saturday, May 11, 2024

বাল্য বিবাহ ও মাদক প্রতিরোধে নড়াইলে মহিলা সমাবেশ

- Advertisement -

সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইল প্রতিনিধি: সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখা, ডিজিটাল অপপ্রচার, মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধে নড়াইলে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ ফেব্রুয়ারী) দুপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে নড়াইল পৌর এলাকার বাগবাড়ী মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এর অতিরিক্ত সচিব মো. ফারুক আহমেদ । নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরার সভাপতিত্বে বক্তব্য দেন জেলা তথ্য অফিসার মোঃ ইব্রাহিম আল মামুন, জেলা ক্রিড়া কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, জেলা গণ গ্রন্থাগারের সহকারি পরিচালক তাজমুল ইসলাম, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্টের সহকারি পরিচালক দেবাশীষ বাইন, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম প্রমুখ। বক্তারা দেশে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখা, ডিজিটাল অপপ্রচার ও গুজব, মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধ, সামাজিক মূল্যবোধ ও নৈতিকতা বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন এবং বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত