Sunday, May 19, 2024

মাগুরায় পুলিশের ওপেন হাউস ডে

- Advertisement -

মাগুরা প্রতিনিধি
মাগুরার শ্রীপুর থানা চত্বরে সোমবার সকালে পুলিশের ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় থানার অফিসার ইনচার্জ মোঃ জাব্বারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরার পুলিশ সুপার মোঃ মশিউদ্দৌলা (পিপিএম)।
শ্রীপুর থানা পুলিশের আয়োজনে এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) মোঃ নাজিম উদ্দিন আল-আজাদ (পিপিএম), সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুÐু, উপজেলা আওয়ামলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির আহবায়ক চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল প্রমুখ।
উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শিশির শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব ও গয়েশপুর ইউপি চেয়ারম্যান আবদুল হালিম মোল্যা, সরদও ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মশিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা খবির হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা সফিউদ্দিন জোয়ারদার, ইউপি সদস্য সিরাজুল ইসলাম টোকন, দ্বারিয়াপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাজেদুল ইসলাম শিমুলসহ অন্যরা।
আলোচনা সভায় বক্তারা উপজেলার বিভিন্ন গ্রামের সামাজিক কোন্দল, মাদক, বিকাশ প্রতারণা, বাল্যবিবাহ, গায়েবী আসামীসহ নানা ধরনের সামাজিক ও রাজনৈতিক বিষয়ে আলোকপাত করেন। সকলের বক্তব্য শুনে পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা সকল বিষয় সমাধান করার আশ্বাস প্রদান করেন। এর আগে তিনি থানা চত্বরে পুলিশের অভিবাদন মঞ্চ উদ্বোধন করেন। এ সময় শ্রীপুর থানা পুলিশ তাকে অভিবাদন জানান। অনুষ্ঠানে থানার অফিসার ইনচার্জ জাব্বারুল ইসলাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

 

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত