Sunday, May 19, 2024

জয়িতা সম্মাননা পেলেন মাগুরার ১০ নারী

- Advertisement -

বেগম রোকেয়া দিবস উপলক্ষে জেলা পর্যায়ের ৫ জন ও সদর উপজেলা পর্যায়ের ৫ জনসহ মোট ১০ জন জয়িতাকে সংবর্ধনা দিয়েছে মাগুরা জেলা প্রশাসন। শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে এগারো টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন বিষয়ে অবদানের স্বীকৃতি হিসেবে দশ জয়িতার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শাহাদাত হোসেন মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল-হাসান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল আওয়াল,মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান প্রমুখ।

অনুষ্ঠানে জেলা পর্যায়ে সংবর্ধনা পাওয়া ৫ জন শ্রেষ্ঠ জতিয়া হলেন- সামাজ উন্নয়নে অবদান রাখায় হাসি রানী বিশ্বাস, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী কাজী জেনিস ফাজানা, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাবিনা সুলতানা, সফল জননী হিসেবে মোছা. সালেহা খাতুন এবং নির্যাতনের বিভিশিকা মুছে নতুনভাবে জীবন শুরু জান্নাত আরা।এছাড়া একই ক্যাটাগরিতে সংবর্ধনা পাওয়া সদর উপজেলার ৫ জন জয়িতা হলেন, হাসি রানী বিশ্বাস, কাজী জেনিস ফারজানা, কল্পনা সরকার, ফিরোজা ইয়াসমিন ও জান্নাতারা। এর আগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে কালেক্টরেট চত্ত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত