Friday, May 17, 2024

নড়াইলে কমিউনিটি পুলিশিং ডে পালিত

সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইল প্রতিনিধিঃ ‘কমিউনিটি পুলিশিংয়ের মুলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র“ এই শ্লোগানকে সামনে রেখে নড়াইলে পুলিশিংডে উপলক্ষে র্যাযলি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) নড়াইল জেলা পুলিশ ও নড়াইল জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের যৌথ উদ্যোগে কমউনিটি পুলিশিং ডে-২০২২ পালন করা হয়।
এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী সকাল ১০টায় নড়াইাল সদর থানা থেকে বের হয়ে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে এসে শেষ হয়।
র‌্যালীতে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মাদ হাবিবুর রহমান, পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন, নড়াইল ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর রবিউল ইসলাম, নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান এড. সুবাস চন্দ্র বোস, সদর উপজেলা চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলু, পৌর মেয়র আঞ্জুমান আরা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলাম, এস এম কামরুজ্জামান ও মো: দোলন মিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, আ: হাই সিটি কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান মল্লিক, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর রহমান।
এছাড়া কমিউনিটি পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন, সরকারি দপ্তরের কর্মকর্তা, সেচ্ছাসেবী সংগঠনসহ নানা শ্রেনী পেশার মানুষ এতে অংশ নেন। র‌্যালী শেষে শিল্পকলা একাডেমী হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা দেশের উন্নয়ন অগ্রযাত্রা সমুন্নত রাখতে মাদক, সন্ত্রাসসহ সামাজিক নানা অপরাধ নিয়ন্ত্রনে আনইশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সব শ্রেনী-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
আর কে-১২
- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত