Friday, May 17, 2024

নড়াইলের কালিয়ায় ৪০০ বছরের পুরানো শ্যামা মন্দিরে বসেছে মেলা

সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামে শ্রী শ্রী শ্যামা মায়ের মন্দিরটি ৪০০ বছরের পুরোনো মন্দিরে পূজা-অর্চনায় দেশ মাতৃকার কল্যাণ ও বিশ্ববাসীর শান্তি কামনা করছে সনাতন ধর্মাবলম্বি সম্প্রদায়। একইসঙ্গে মন্দির প্রাঙ্গণে তিনদিন ব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠান চলছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) থেকে শুরু হওয়া এ মহানামযজ্ঞ অনুষ্ঠান রবিবার (৩০অক্টোবর) ভোরে শেষ হবে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) মন্দিরে মহানামযজ্ঞ ও মেলার উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব নিশ্চিন্ত কুমার পোদ্দার।
এ সময় উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) প্রণব কুমার সরকারসহ অনেকে। প্রতিবছর মহানামযজ্ঞ উপলক্ষে এখানে মেলা বসার ঐতিহ্য দীর্ঘদিনের। তবে করোনাভাইরাসের কারণে গত দুই বছর এখানে মেলা বসেনি। করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকায় প্রাচীণ এ মন্দির প্রাঙ্গণে আবারও বসেছে ঐতিহ্যবাহি মেলা। স্থানীয়রা জানান, কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামে প্রায় ৪০০ বছর আগে শ্রী শ্রী শ্যামা মায়ের মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়।
প্রতিবছর মন্দির প্রাঙ্গণে শ্যামা মায়ের পূজা-অর্চনার পাশাপাশি মহানামযজ্ঞ অনুষ্ঠানকে কেন্দ্র মেলাও বসে। ২০২০ সালে করোনাভাইরাস ছড়িয়ে পড়লে স্বাস্থ্যবিধি মেনে শুধু পূজা-অর্চনা করেছে পুণ্যার্থীরা। এবারের মেলায় প্রায় শতাধিক দোকানি মাটির খেলনা, তৈজসপত্র, শোপিচ, গ্রামীণ ঐতিহ্যের নানা সামগ্রীর পসরা নিয়ে বসেছেন । সেইসাথে শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন ধরনের খেলার আয়োজনও করা হয়েছে।
শ্রী শ্রী শ্যামা মায়ের মন্দিরের সেবায়েত নন্দ দুলাল চক্রবর্তী বলেন, ‘মন্দিরটি অনেক পুরোনো ও ঐতিহ্যবাহী। অনেক রাজনৈতিক ও ভৌগোলিক পরিবর্তনের মধ্য দিয়ে ৪০০ বছরের পুরানো ঐতিহ্যটিকে ধরে রাখা সম্ভব হয়েছে। করোনাকালীন দুই বছর পর এলাকার মানুষ মন্দিরে উৎসবে মিলিত হয়েছে। এ বছর মানুষ প্রাণ খুলে পূজা-অর্চনায় ও মহানামযজ্ঞ অনুষ্ঠানে যোগ দিচ্ছে। জমে উঠেছে বাঙালির সংস্কৃতির মেলা।’
আর কে-০৬
- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত