Friday, May 17, 2024

নড়াইলে সিত্রাং এর প্রভাবে গাছ ভেঙ্গে সড়ক বন্ধঃ ১৮ ঘন্টা পর যান চলাচল শুরু 

- Advertisement -

সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইল প্রতিনিধি:  ঘূর্নঝড় সিত্রাং এর ঝড়ো হাওয়ায় সোমবার মধ্য রাতে নড়াইল উপজেলা সদরের নাকসী মাদরাসা এলাকায় বটগাছ পড়ায় ঢাকা-মাওয়া-বেনাপোল মহাসড়কে ১৮ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিলো।

নড়াইল জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী, স্থানীয় আউড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস,এম, পলাশ, ফায়র সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা- কর্মচারিদের প্রচেষ্টায় মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়। গাছ ভেঙ্গে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় সড়কের দুই পাশে শতশত যানবাহন আটকা পড়ে।

এছাড়া ঘূর্নিঝড়ের প্রভাবে বৃষ্টিতে নড়াইল জেলায় প্রায় পাঁচ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কৃষি বিভাগ জানিয়েছে।

অপরদিকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ভারী বর্ষণ ও ঝড়ো বাতাসে গাছের ডাল ভেঙে নড়াইলের লোহাগড়া উপজেলায় মর্জিনা বেগম নামে এক গৃহপরিচারিকার মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) দুপুওে লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরের পল্লী সঞ্চয় ব্যাংকের অদূরে এ দুর্ঘটনা ঘটে। মর্জিনা বেগম বাগেরহাট সদর উপজেলার অর্জুন বাহার গ্রামের মৃত আকুব আলী শেখের মেয়ে। তিনি লোহাগড়ায় ভাড়া বাসায় থেকে  গৃহপরিচারিকার কাজ করতেন।

আর কে-০৩

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত