Monday, May 20, 2024

বেনাপোলে পন্যবাহী ট্রাকের চাপাই প্রাণ গেলো ভারতীয় ট্রাক চালকের

বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ বেনাপোল স্থল বন্দরে পাঁচ নম্বর গেটের সামনে আজ সকালে বাংলাদেশের রপ্তানিকৃত একটি পণ্যবাহী ট্রাকের নিচে চাপা পড়ে ভারতীয় ট্রাকচালক শ্যামসুন্দর (৫৫) নামে ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি ভারতের মাথুরার বাসিন্দা।
১৬ ই অক্টোবর রোববার সকাল সাড়ে ৬ টার দিকে বেনাপোল স্থল বন্দরের সামনে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
মৃত ট্রাকচালকের সঙ্গে থাকা উপর ভারতীয় একজন ট্রাকচালক আজিত যাদব জানান, বেনাপোল বন্দরের ভেতরে ট্রাক রেখে তারা রাস্থার অপরপ্রান্তে চা খাওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন এ সময় বাংলাদেশী একটি পণ্যবাহী রপ্তানিকৃত চলন্ত ট্রাকের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই শ্যামসুন্দরের মৃত্যু হয়।
তিনি আরো বলেন, শনিবার রাত ১০টা নাগাত ভারত থেকে পণ্যবাহী কেমিক্যাল নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করেন।
বেনাপোল পোর্ট থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যেয়ে মৃতদেহটি উদ্ধার করে। এবং ঘাতক ট্রাকসহ চালক শিলন হোসেন (২২) কে আটক করেন।
আটক ট্রাকচালক চুয়াডাঙ্গা জেলার হাকিমপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে শিলন হোসেন।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভুঁইয়া বলেন, বেনাপোল স্থল বন্দরের ৫ নম্বর গেটের সামনে  রাস্তা পারাপারের সময় একজন ভারতীয় ট্রাকচালকের মৃত্যু হয়েছে। পরে আমরা ঘাতক ট্রাক ও চালককে আটক করেছি বিষয়টি অসতর্কতায় রাস্তা পারাপারে কারনে এই  দুর্ঘটনাটি ঘটেছে।
আর কে-০৮
- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত