Friday, May 3, 2024

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী সুলতানের ২৮তম মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন কর্মসূচি গ্রহন   

- Advertisement -

সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইল প্রতিনিধি: বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ২৮তম মৃত্যবার্ষিকী সোমবার (১০ অক্টোবর)। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে “শিল্পী এসএম সুলতান এর জন্মশতবর্ষ উদযাপনের পথে” শীর্ষক শিরোনামে শিল্পীর ২৮তম মৃত্যবার্ষিকী যথাযোগ্য মর্যাদার সাথে পালনের জন্য নড়াইলের জেলা প্রশাসন, নড়াইল এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালা ও নড়াইল জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে।

নড়াইল জেলা শিল্পকলা একাডেমি সূত্রে জানা গেছে, শিল্পীর ২৮তম মৃত্যুবার্ষিকী সোমবার (১০ অক্টোবর) আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী নড়াইলে আগমন করবেন। অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন নড়াইলের জেলা প্রশাসক মো: হাবিবুর রহমান,  পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন, নড়াইল জেলা আ. লীগের সাধারন সম্পাদক নিজাম ইদ্দীন খান নিলু, নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরাসহ গন্যমান্য ব্যক্তিবৃন্দ।

চিত্রশিল্পী এসএম সুলতানের ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে সকাল পৌনে ৯টায় শিল্পীর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি,  ৯টায় চিত্রা নদীতে শিশুদের নিয়ে আর্টক্যাম্প, ১০টায় শিশুস্বর্গ মিলনায়তনে শিশুদের অঙ্কিত চিত্রকর্ম প্রদর্শনী,  সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে বিশিষ্ট শিল্পীদের চিত্রকর্ম প্রদর্শনী,   একই স্থানে সকাল ১১টায় শিল্পী এসএম সুলতানের চিত্রকর্মের ওপর পর্যালোচনা করবেন শাওন আকন্দ।

অনুষ্ঠান সূচিতে আরও রয়েছে দুপর ১২টায় জেলা শিল্পকলা একাডেমিতে বাউল গানের আসর,  সাড়ে ১২ টায় প্রদর্শিত হবে প্রামাণ্যচিত্র ‘আদমসুরত’,  বিকাল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে শিশুনাট্য কর্মশালা।

এছাড়া জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানের পাশাপাশি সদরের মাছিমদিয়া গ্রামের ‘লালবাউল’ বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত শিশুদের অংশগ্রহণে হবে আর্টক্যাম্প এবং বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত হবে বাউল গানের আসর।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত