Saturday, May 18, 2024

নড়াইলের ১৭ কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষা

- Advertisement -

সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইল প্রতিনিধি: মহামারি করোনাভাইরাস ও বন্যার কারণে দুই দফা পিছিয়ে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা আজ (১৫ সেপ্টেম্বর) শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে শুরু হওয়া পরীক্ষা শেষ হয়েছে দুপুর ১টায়। নড়াইলে প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নিয়েছে জেলার ১০ হাজার ২২৩ শিক্ষার্থী। নড়াইল জেলা শিক্ষা কর্মকর্তা এস এম সায়েদুর রহমান জানান, এ বছর মোট জেলার ১৮২টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০ হাজার ২২৩জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ১৩৫টি মাধ্যমিক বিদ্যালয়ের ৪ হাজার ২৭৫জন পরীক্ষার্থী। এছাড়া ৪৩টি মাদ্রাসার ১ হাজার ৬৭জন এবং ৪টি কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানের ৮৮১জন পরীক্ষার্থী। লিখিত পরীক্ষা শেষ হবে ১ অক্টোবর। তারপর ব্যবহারিক পরীক্ষা। এ খবর লেখা পর্যন্ত জেলার ১৭টি কেন্দ্র থেকে কোন পরীক্ষার্থী বষ্কিার হয়েছে কিনা জানা যায়নি।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত