Saturday, May 18, 2024

নড়াইলের মনোরজ্ঞন কাপুড়িয়া কলেজে শিক্ষার্থীদের বইপড়ায় উদ্বুদ্ধকরণ কর্মশালা

- Advertisement -

সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার মনোরজ্ঞন কাপুড়িয়া কলেজের আয়োজনে বুধবার (৩১ আগস্ট) দিনব্যাপি শিক্ষার্থীদের বইপড়ায় উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কলেজের মাল্টিপারপাস হলে কলেজের দেড় শতাধিক শিক্ষার্থী শিক্ষকদের তত্বাবধানে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিভিন্ন উপন্যাস ও গল্পের বই পড়া সম্পন্ন করেন।

বইপড়ায় উদ্বুদ্ধকরণ কর্মশালা উপলক্ষে দুপুরে কলেজের অধ্যক্ষ ড. তাপসী কাপুড়িয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসান, জেলা শিক্ষা অফিসার এস.এম. ছায়েদুর রহমান, কলেজ পরিচালনা পরিষদের সদস্য প্রফেসর বরুণ কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক মোঃ শামীমূল ইসলাম, কল্যাণ দাস প্রমুখ।

বইপড়ায় উদ্বুদ্ধকরণ কর্মশালায় নির্দিষ্ট পাঠ্যবই-এর বাইরে জ্ঞান-বিজ্ঞান, গল্প, উপন্যাস, দেশের স্বাধীনতা যুদ্ধ, ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে জানতে কিভাবে শিক্ষার্থীদের পাঠাভ্যাস গড়ে তোলা যায় সে বিষয়ে বক্তারা কলেজের শিক্ষার্থীদের পরামর্শ দেন। প্রসঙ্গত, অত্যন্ত সময়োপযোগী পাঠাভ্যাস সম্পর্কিত উদ্যোগটি নড়াইল জেলা প্রশাসকের অনুপ্রেরণায় সম্পন্ন হয়েছে।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত