Wednesday, May 15, 2024

বসুন্দিয়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

- Advertisement -

অমল কৃষ্ণ পালিত:  মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে যশোর সদরের বসুন্দিয়া মোড় বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশে এবং জেলা প্রশাসক মহোদয়ের সার্বিক সহযোগিতায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিব ও ক্যাব যশোরের সদস্য আব্দুর রাকিব সরদার এবং জেলা পুলিশের নেতৃত্বে এক অভিযান পরিচালিত হয়। এসময় অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরি,পচা ও বাসী খাবার সংরক্ষণের দ্বায়ে বসুন্দিয়া মোড়ে মায়ের দোয়া সুইটস এন্ড রেস্টুরেন্ট কে নগদ ৭০০০ টাকা আর্থিক দণ্ড এবং ভারতীয় ওষুধ ও বিক্রয় নিষিদ্ধ বিপুল পরিমাণ ফিজিশিয়ান স্যাম্পলবিক্রি, ড্রাগলাইসেন্স না থাকায় আছিয়া ফার্মেসিকে নগদ ৩০০০ টাকা অর্থ দন্ড প্রদান করেন। সেই সাথে আরো একটি চালের দোকান ও একটি সারের দোকানে মূল্য তালিকা নিয়মিত প্রদর্শন ও ক্রয় রশিদ সংরক্ষণ করতে নির্দেশ দিয়েছেন। এসময় ব্যাবসায়ী দেরকে সতর্ক করে করে বলেন পরবর্তী সময়ে একই অপরাধ করলে দোকান বন্ধ রাখার নির্দেশ দেয়া হবে।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত