Wednesday, May 15, 2024

মোরলগঞ্জে ক্ষতিকারক রাসায়নিক রং মিশিয়ে মাছ রঙিন করার অপরাধে জরিমানা

- Advertisement -

মোরেলগঞ্জ প্রতিনিধিঃ  মোরেলগঞ্জে মাছ বাজারে মাছে ক্ষতিকর রং দেওয়ার অপরাধে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ রবিবার দুপুরে মোরেলগঞ্জ মাছ বাজারে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুসারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ( ভূমি) মোঃ আঃ মালেক এ দণ্ডাদেশ  প্রদান করেন।

এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মেরিন ফিসারিজ কর্মকর্তা আবদুল্লাহ আল মোদাচ্ছের। দণ্ডপ্রাপ্ত মাছ বিক্রেতা হলেন মোঃ মজনু মাতুব্বর (৫৫)।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ  আঃ মালেক বলেন, ক্ষতিকর রাসায়নিক রং মিশিয়ে মাছ রঙিন করে বিক্রি করা হচ্ছে গোপনে এমন সংবাদে মোরেলগঞ্জ পৌর সদরের মাছ বাজারে অভিযান চালানো হয়। সে সময় মজনু মাতুব্বর নামে এক ব্যবসায়ীকে সামুদ্রিক মাছ কিনে ক্ষতিকর রাসায়নিক রং মেশাতে দেখা যায়। যা মানবদেহের জন্য খুবই ক্ষতিকর।

ভোক্তা অধিকার আইনে তাকে ৫ হাজার  টাকা জরিমানা এবং ২০ কেজি মাছ জব্দ করা হয়েছে। তিনি আরো জামান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আর কে-০১

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত