Saturday, May 18, 2024

কালীগঞ্জে কাঙ্গালী ভোজের খাবার নিয়ে আ’লীগের দু’পক্ষের মারামারি

মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ  শোক দিবস পালন শেষে কাঙ্গালী ভোজের খাবার বিতরন নিয়ে কালীগঞ্জে ইউনিয়ন আ’লীগের দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যার পর উপজেলার রাখালগাছি ইউনিয়ন পরিষদ চত্তরে এ ঘটনা ঘটে। মারামারিতে দু’পক্ষের ৫ জন আহত হয়েছেন।
আ’লীগের স্থানীয় কর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জাতীয় শোক দিবস উপলক্ষে শুক্রবার রাখালগাছি ইউনিয়ন আ’লীগের উদ্যোগে এক সভার আয়োজন করা হয়। শেষে সন্ধ্যার পর খাবার বিতরণ নিয়ে আওয়ামী লীগ নেতা দরবেশ আলীর সাথে ইরাদ হোসেনের বিবাদ বাদে। তাদের মধ্যে কথা কাটাকাটি ও চেয়ার ছোড়াছুড়ির এক পর্যায়ে মারামারি শুরু হয়। এ সময় মিরাজ হোসেন, ইরাদ হোসেন ও টনিসহ দু’পক্ষের ৫/৬ জন আহত হয়।
ইরাদ হোসেন জানান, সভা শেষে কাঙ্গালী ভোজের খিচুড়ি বিতরণ নিয়ে বাকবিতন্ডায় একটু হাতাহাতি হয়েছিল। পরে স্থানীয় নেতারা মিমাংসা করে দিয়েছেন।
টনি হোসেন জানান, চাচাতো ভাই ইরাদ হোসেনকে ঠেকাতে গিয়ে তিনি নিজেও মারধরের শিকার হয়েছেন।
এ বিষয়ে রাখালগাছি ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু জানান, খাবার বিতরণ নিয়ে তাদের দলের কর্মীদের মধ্যে একটু হাতাহাতি হয়েছিল। পরে তিনি দু’পক্ষকে ডেকে সমাধান করে দিয়েছেন।
- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত