Tuesday, May 14, 2024

শৈলকুপায় স্কুল শিক্ষক হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ডসহ তিনজনের মৃত্যুদন্ড

হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপায় হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদন্ড ও একজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।
বুধবার দুপুর ১২ টার দিকে জেলা ও দায়রা জজ আদালদের বিচারক নাজিমুদ্দৌলা এ রায় প্রদান করেন।
মৃত্যুদন্ড প্রাপ্তরা হল, উপজেলার শিতালি গ্রামের রান্নু খান, জামাল খান ও কানু খান। যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত আসামী হল একই গ্রামের শামসুর রহমান।
রায়ের বিবরনী থেকে জানা যায়, ২০১৪ সালের সেপ্টেম্বর মাসের ৭ তারিখে শৈলকুপা উপজেলার শিতালী গ্রামে সুপারি গাছের মালিকানা নিয়ে বিরোধের জেরে সকালে ওই গ্রামের খান মো: আলাউদ্দীন নামের এক ব্যক্তি কে লোহার হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে রান্নু খান সহ কয়েকজন। এর কিছুক্ষণ পর দুপুর ১২ টার দিকে আলাউদ্দিন চিকিৎসাধীন অবস্থায় মারা যা। হত্যাকান্ডের শিকার আলাউদ্দীন হাটফাজিলপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
পরদিন নিহতের স্ত্রী বাদী হয়ে শৈলকুপা থানায় ৭ জনকে আসামী করে মামলা দায়ের করে। সেই মামলার দীর্ঘ শুনানী শেষে আদালত তিনজনকে মৃত্যুদন্ড ও একজনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। মামলার বাকি ৩ আসামীকে খালাশ প্রদান করা হয়েছে।
আর কে-০৩
- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত