Saturday, May 11, 2024

যবিপ্রবি ছাত্রলীগের নেতৃত্বে সোহেল রানা ও তানভীর ফয়সাল

- Advertisement -

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান  খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য  জানানো হয়েছে। যার নেতৃত্বে রয়েছেন সভাপতি সোহেল রানা ও সাধারণ সম্পাদক তানভীর ফয়সাল। এছাড়া অনুমোদিত কমিটির অন্যরা হলেন, সহ সভাপতি আফিকুর রহমান অয়ন, নাসমুস সাকিব, মেহেদী হাসান ও আল মামুন সুমন।  যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান শিহাব, এস এম ইকরামুল কবির দ্বীপ ও নূর মোহাম্মদ টনি, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম হৃদয় ও মুরাদ পারভেজ।

উল্রেখ্য, ২০১৪ সালের ১৬ মে বাংলাদেশ ছাত্রলীগের তৎকালীন সভাপতি বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সুব্রত বিশ্বাসকে সভাপতি ও এসএম শামীম হাসানকে সাধারণ সম্পাদক করে এক বছরমেয়াদি যবিপ্রবি ছাত্রলীগের ৫৪ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেন। এক বছরের কমিটি চারবছরে যেয়ে সভাপতি সুব্রত বিশ্বাসের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ উঠে ।তিনি অনিয়মিত হয়ে পরেন । এছাড়া ২০১৭ সালের ৫ অক্টোবর শহীদ মশিয়ুর রহমান হলে ডাকাতির ঘটনা ঘটে। এরপর থেকে সেক্রেটারী শামীমও কলেজ ত্যাগ করেন। এক পর্যায়  ২০১৯ সালের পহেলা নভেম্বর কমিটি বিলুপ্ত করা হয়।  ছাত্রলীগের তৎকালীন ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিবৃতিতে কমিটি বিলুপ্ত ঘোষনা করেন । ৩১ জুলাই ওই দুই নেতার হাত দিয়েই যবিপ্রবি ছাত্রলীগ নতুন নেতৃত্ব পেলো।

বিশেষ প্রতিনিধি

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত