Wednesday, May 1, 2024

বাঁধন এখনো প্রাণে প্রাণে পাইকগাছায় এসএসসি ১৯৮৬ বন্ধু পুনর্মিলনী

- Advertisement -

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা:

-খুলনার পাইকগাছায় এসএসসি ১৯৮৬ বন্ধু পুনর্মিলনী অনুষ্ঠান মিলন মেলায় পরিণত হয়েছে। “বাঁধন এখনো প্রাণে প্রাণে” ১৯৮৬ ব্যাচের পাইকগাছা ও কয়রা বন্ধুরা মঙ্গলবার লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্রের মিলনায়তনে এ পুনর্মিলনী অনুষ্ঠান হয়।অনুষ্ঠানে পাইকগাছা কয়রা সহ খুলনা, সাতক্ষীরা ও যশোর সহ বিভিন্ন এলাকার ৮৬ বন্ধুরা অংশ নেয়। দুপুর ১২ টার দিকে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভসূচনা হয়। এরপর পরিচয় পর্ব, স্মৃতিচারণমূলক বক্তব্য, ৮৬ ব্যাচের থিমসং পরিবেশন, সম্মানিত অতিথিদের বক্তব্য, অসুস্থ্য বন্ধুদের চিকিৎসা সহায়তা সংগ্রহ, মৃতদের স্মরণে নিরাবতা পালন, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‍্যাফেল ড্র এর মাধ্যমে পুনর্মিলনী অনুষ্ঠান শেষ হয়। দীর্ঘ ৩৬ বছর পর স্কুল জীবনের বন্ধুদের কাছে পেয়ে একজন আরেকজনকে আলিঙ্গন করার সময় অনেকেই আবেগ আফ্লুত হয়ে পড়ে। অনেকেই ফিরে যান শৈশবের সেই স্কুল জীবনে। খোঁজ খবর নেন প্রিয় বন্ধু ও তার পরিবারের। অনেকেই আবার সেলফি কিংবা ছবি তোলার মধ্য দিয়ে প্রিয় বন্ধুদের স্মৃতির এ্যালবামে সংরক্ষণের ব্যবস্থা করেন। অনেকেই পরামর্শ দেন সংগঠনকে উপজেলা, জেলা, বিভাগ এবং কেন্দ্রীয় ইউনিট গঠন করার মাধ্যমে ৮৬ বন্ধু সহ দেশের দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে মানুষের কল্যাণে কাজ করার। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।

উপস্থিত ছিলেন, ৮৬ ব্যাচের অন্যতম সদস্য দৈনিক সমকাল পত্রিকার সিনিয়র রিপোর্টার ফসিহ উদ্দীন মাহতাব, খুলনা সিটি কপোর্রেশন ২৪নং ওয়ার্ডের কাউন্সিলর ও খুলনা বিভাগের কনভেনর জেড মাহমুদ ডন, লোনাপানি কেন্দ্রের কেন্দ্র প্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম, ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মজনুর জামান, চিকিৎসক ডাঃ নজরুল ইসলাম, এস কে বাইন, ময়নুল ইসলাম, মাহবুব, ওসি আসলাম বাহার বুলবুল, সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী নারায়ন চন্দ্র সরকার, সুপ্রিম কোর্টের আইনজীবী ড. গাজী সিরাজুল হক,। অনুষ্ঠান পরিচালনা করেন প্রফেসর এসএম মোহাম্মদ উল্লাহ ও মমতাজ পারভীন মিনু।

এএন-২

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত