Thursday, May 16, 2024

মাহমুদা রিনি

- Advertisement -

তোমাকে চেয়েছি

তোমাকে চেয়েছি সূর্যোদয়ের পূর্বরাগে
তোমাকে চেয়েছি আধো ঘুমে- জাগরণে
তোমাকে চেয়েছি কলতানে, পাখির গানে
তোমাকে চেয়েছি প্রথম সকাল চায়ের ঘ্রাণে।

চৈত্রদিনের মধ্যদুপুরে বাতাস যখন বেপরোয়া
প্রখর খরতাপে দুচোখ ঝাপসা
অজানা গন্তব্যে হেঁটে চলি একা–
দূরপথ আরও সুদূরে হারায়, বিষণ্ণ সেই
দুপুরে খুঁজি ফেরারি তোমার ছায়া!

গোধূলিসন্ধ্যার ম্লান আলোয় ঝিঁঝিরা
গোছায় সংসার,
জোনাকিরা জ্বালায় সন্ধ্যাবাতি
বিদায়ী সূর্যের কিঞ্চিৎ আলো
তুলে নেয় সন্ধ্যা তারা, সে আলোয়
মনে পড়ে তার মুখখানি,
সে যেন আমার চিরকালের মায়া!

নির্ঘুম রাত্রির নৈঃশব্দ যখন শব্দময় হয়ে ওঠে
রাতচরা পাখির ডাক প্রতিধ্বনি তোলে
ঘড়ির কাঁটার টিকটিক শব্দ হৃদপিণ্ডে
হাতুড়ি ঠুকে জানান দেয় কতটা কেটেছে
তুমিহীন দীর্ঘ একেকটি রাত!
সজনে ডালে সোনালি বাবুই হিসেব মেলায়
কতটা ভালোবাসায় বোনা তার বাসা–
কতটা আঘাতে ছেড়ে গেছে হৃদয়,
কতটা শূন্যতা ঘিরে আছে কায়া…

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত