Saturday, May 18, 2024

দুই মাস পর ভারত থেকে পেয়াজ আমদানি শুরু

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ
দুই মাস পরে আবারো গতকাল বিকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে ভারত হতে শুরু হয়েছে পেঁয়াজ আমদানি। প্রতি মেট্রিক টন ১৫০ ইউএস ডলার মুল্যে ঢুকছে  পিয়াজ।  আমদানি মুল্যের উপর ১০ শতাংশ শুল্ককর পরিশোধ করে প্রতি কেজি পেঁয়াজের আমদানি খরচ পড়ছে ৩৪ টাকা। আর বাজারে এ পেঁয়াজ বিক্রী হচ্ছে ৩৬ টাকায়। আমদানি স্বভাবিক হলে আরো দাম কুমবে বলছেন আমদানি কারকেরা।
এদিকে  আমদানির খবরে প্রথম দিনেই খুরচা বাজারে  দেশি পিয়াজের দর কেজিতে ৫ টাকা কমে বিক্রী হচ্ছে ৪০ টাকায়। তবে গত বছরের তুলনায় এবছর আমদানি বন্ধে খুব একটা দাম বাড়েনি বাজারে।  দেশে বণ্যা পরিস্থিতিতে নিম্ন অঞ্চল প্লাবিত হওয়ায় সংকটের আশঙ্কা ও ঈদে যাতে উধ্বগতি না হয় এতে সরকার পিয়াজ আমদানির অনুমতি দেয়।
বেনাপোল বন্দরের উপপরিচালক(প্রশাসন) আব্দুল জলিল জানান, দু মাস পরে আবারো পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। যাতে দ্রুত বন্দর থেকে খালাস নিতে পারে ২৪ ঘন্টা বন্দর খোলা থাকছে।
আমদানি কারক গাজী শামিম উদ্দীন জানান, সরকার ইমপোর্ট পারমিট দেওয়ায় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।
 বেনাপোল বন্দর থেকে আমদানিকৃত পেঁয়াজ কেজি ৩৫ টাকায় বিক্রী করা হচ্ছে। আমদানি ও সরবরাহ বাড়লে আরো দাম দাম কমে আসবে।
 সাধারণ পেঁয়াজ ক্রেতা জসিম জানান, গতকালকেও দেশি পেঁয়াজ কেজি ৪৫ টাকায় কিনেছি। আমদানি খবরে আজ কেজিতে ৫ টাকা কমে বিক্রী হচ্ছে ৪০ টাকায়। কিছুটা কম দামে পেয়ে উপকার হচ্ছে।
খুরচা পেঁয়াজ বিক্রেতা আলিম জানান, দেশি পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। আমদানি স্বাভাবিক হলে দাম আরো কমে যাবে। তবে ভারতীয় পেঁয়াজ আমদানিতে দেশি পেঁয়াজে তাদের লোকশানে পড়তে হয়েছে।
এএন-৫
- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত