Monday, May 20, 2024

অধ্যক্ষ হেনস্তার ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন জমা, আটক নূর নবীর রিমান্ড শুনানী বুধবার

- Advertisement -

সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর উপজেলার মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেনস্তার ঘটনায় সর্বশেষ গ্রেফতার হওয়া নূর নবীর বিরুদ্ধে রিমান্ড আবেদন শুনানী বুধবার অনুষ্ঠিত হবে। এদিকে এ ঘটনায় জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গঠিত দুটি তদন্ত কমিটির প্রতিবেদনই জমা দেওয়া হয়েছে। গত ২৩ জুন জেলা প্রশাসন অতিঃ জেলা ম্যাজিষ্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরীকে প্রধান করে এবং পুলিশ প্রশাসন অতিঃ পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলামকে প্রধান করে অপর একটি তদন্ত কমিটি গঠিত হয়। উভয় কমিটিই ছিল ৩ সদস্য বিশিষ্ট। জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন তদন্ত কমিটি প্রধান অতিঃ জেলা ম্যাজিষ্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী শনিবার (২জুন) জেলা প্রশাসকের কাছে জমা দিয়েছেন। তবে কতো পৃষ্টার প্রতিবেদন, কতোজন ও কারা ঘটনার সাথে জড়িত এ সম্পর্কে তিনি বিস্তারিত জানাননি। এ প্রসঙ্গে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, তদন্ত প্রতিবেদন উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে। একই ঘটনায় পুলিশ সুপারের পক্ষ থেকে গঠিত তদন্ত প্রতিবেদন অতিঃ পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম সোমবার (৪ জুন) পুলিশ সুপারের কাছে জমা দিয়েছেন। তদন্ত প্রতিবেদনে কাদের নাম এসেছে বা কারা জড়িত, কতো পৃষ্টার প্রতিবেদন দেওয়া হয়েছে এ ব্যাপারে অতিঃ পুলিশ সুপার কিছু বলতে অপারগতা প্রকাশ করেন। অধ্যক্ষ হেনস্তার মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার ওসি (চলতি দায়িত্বে) মো. মাহামুদুর রহমান বলেন, মামলার সর্বশেষ গ্রেফতার হওয়া আসামি নূর নবীর রিমান্ড শুনানী বুধবার (৬ জুন) সদর আমলি আদালতে অনুষ্ঠিত হবে। ইতোপূর্বে রিমান্ডে আনা ৪জন মির্জাপুর গ্রামের শাওন, মনিরুল, রিমন ও রুখালি গ্রামের রনিকে জিজ্ঞাসাবাদ চলছে। দায়ের হওয়া মামলায় এ পর্যন্ত গোবরা গ্রামের নূর নবীসহ ৫জনকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, গত ১৮ জুন নড়াইল সদরের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ছাত্র রাহুল দেব রায় ফেসবুকে মহানবী (সাঃ)কে অবমাননাকর এক পোস্ট দেওয়াকে কেন্দ্র করে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে জুতার মালা পরিয়ে লাঞ্চিত করা হয়। ফেসবুকে পোস্ট দেবার ঘটনায় অভিযুক্ত রাহুলকে গ্রেফতার করে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। সে এখন জেলহাজতে। এছাড়া অধ্যক্ষ লাঞ্ছিতের মামলায় ১৭০-১৮০ জনকে আসামি করা হয়েছে।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত