Monday, May 20, 2024

নড়াইলে শিক্ষকের গলায় জুতার মালা : তদন্ত প্রতিবেদন জমা

- Advertisement -

সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইল:

নড়াইলে অধ্যক্ষকে জুতার মালা পরানোর ঘটনায় গঠিত ২টি তদন্ত কমিটির মধ্যে একটি কমিটি তাদের তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন।

শনিবার (২ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে তদন্ত কমিটির প্রধান জেলা ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী এ প্রতিবেদন জেলা প্রশাসক মো: হাবিবুর রহমানের নিকট জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন তিন সদস্য বিশিষ্ট কমিটির অন্য দুই সদস্য মাধ্যমিক নড়াইল জেলা শিক্ষা অফিসার মো. সায়েদুর রহমান ও নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শওকত কবীর।
তদন্ত কমিটির প্রধান জেলা ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী বলেন, জেলা প্রশাসক এর গঠিত তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদন দেওয়ার শেষ দিন ছিল শনিবার । আমরা ভিডিও ফুটেজ, এলাকার জনসাধারণের বক্তব্য পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করে প্রতিবেদন তৈরি করেছি। তবে তিনি তদন্ত রিপোর্টের বিষয়বস্তু সাংবাদিকদের কাছে জানাতে অপারগতা প্রকাশ করেন। অপরদিকে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলামের নেতৃত্বে গঠিত অপর তদন্ত টিমের প্রতিবেদনও শনিবার (২ জুলাই) জমা দেওয়ার নির্দেশ ছিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত (৩ জূলাই) সকাল সাড়ে ১১টা পর্যন্ত তদন্ত প্রতিবেদন জমা হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এএন-৪

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত