Saturday, May 18, 2024

নুরপুর গ্রামে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ

- Advertisement -

স্টাফ রিপোর্টার চুড়ামনকাটি(যশোর):  যশোর সদরের কাশিমপুর ইউনিয়নের নুরপুর গ্রামের এক শিশু পল্লী চিকিৎসের ভুল চিকিৎসায় মারা গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায়।নিহত রাবেয়া (৮) নুরপুর প্রাইমারি স্কুলের পাশে ড্রাইভার রহিমের মেয়ে। উত্তেজিত গ্রামবাসী ডাক্তার মিঠুকে অবরোধ করে রাখলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থালে যায়।

জানা যায়,নুরপুর গ্রামের রহিমের শিশু কন্যা কয়দিন যাবত জ্বরে আক্রান্ত হয়ে পল্লী চিকিৎসকদের নিকট চিকিৎসা নিতে থাকে। জ্বর না কমায় শিশুটির পরিবার সন্ধ্যায় একই গ্রামের পল্লী চিকিৎসক মিঠুর নিকট নিয়ে যাই। মিঠু শিশুটির কিছু ওষুধ দেয়। রাতে হঠাৎ শিশুটি মারা গেলে এলাকায় প্রচার হয় ডাক্তারের ভুল চিকিৎসায় রাবেয়া মারা গেছে। এমন গুজবে এলাকাবাসী ডাক্তার মিঠুকে অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ নুরপুর গ্রামে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। পুলিশ সূত্রে জানা যায় পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় শিশু রাবেয়া মারা গেছে এমন ভুয়া খবরে এলাকায়বাসী চিকিৎসক মিঠুকে অবরোধ করে রাখে এমন সংবাদে আমরা ঘটনাস্থলে আসি। পরে নিহত শিশুর পরিবারের সাথে কথা বলা জানা যায় শিশুটি জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে। এ ঘটনায় নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে ডাক্তারের বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি। এ রিপোর্ট লেখা পযন্ত পুলিশ ঘটনাস্থালে রয়েছে।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত