Sunday, May 19, 2024

‘যশোরে মানুষের কঙ্কাল উদ্ধারে তিন সদস্যের তদন্ত কমিটি’, আলামত সংগ্রহ শেষে দাফন গঠন

- Advertisement -

যশোরে কঙ্কাল উদ্ধার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। বুধবার (১ জুন) বাবুল কিশোর সাহাকে প্রধান করে তিন সদস্যের এই কমিটি গঠন করা হয়।

একই সাথে উদ্ধার হওয়া কঙ্কালটি থেকে ডিএনএ পরীক্ষার জন্য আলামত সংগ্রহ করা হয়। এরপরে আঞ্জুমান মফিদুল ইসলামকে ওই কঙ্কাল দাফনের অনুমতি দেয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৩০ মে দুপুরে যশোর শহরের পুরাতন কসবা কাজীপাড়া নিরিবিলি এলাকা থেকে ড্রাম ভর্তি একটি কঙ্কাল উদ্ধার করে পুলিশ। ওইদিন দুপুরে কোতোয়ালি মডেল থানা পুলিশ এলাকার বজলুর রহমানের পরিত্যাক্ত জমি থেকে ওই কঙ্কাল উদ্ধার করে।

স্থানীয়রা জানান, বেনাপোলের শাঁখারিপোতা গ্রামের অকসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা বজলুর রহমান আড়াই বছর আগে মশিউর রহমান নামে এক ব্যক্তির কাছ থেকে একটি জমি কেনেন। ওই জমির মালিক এর আগে আজিজুল হক বুকড়া ছিলেন। আর আজিজুল হক বুকড়ার মেয়ের জামাইন মশিউর রহমান। সম্প্রতি বজলুর রহমান ওই জমিতে বাড়ি নির্মানের কাজ করছিলেন।

সোমবার (৩০ মে) পাইলিং করতে গিয়ে মাটির নিচে পাত কুয়ার ভেতরে একটি ড্রামের সন্ধান পায় শ্রমিকেরা। পরে খবর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রামখুলে মানুষের কঙ্কাল উদ্ধার করে।

ওই জমিতে কাজ করছিলেন শ্রমিক নুরুন্নবী এবং আব্দুস ছাত্তার জানান, তারা পাইলিং এর সময় নীল রঙের ড্রামটি দেখতে পান। ওই ড্রামের ভেতরে ও আশপাশে চুন দেয়া ছিলো। দূর্গন্ধ পেয়ে তাদের সন্দেহ হয়। তারা প্রথমে জমির মালিক বজলুর রহমানকে জানান।

এই ব্যাপারে জমির মালিক বেনাপোল এলাকার বজলুর রহমান জানান, আড়াই বছর আগে শোয়া চার শতক জমিটি তিনি ক্রয় করেন। কিছুদিন ধরে তিনি কাজ শুরু করেন। এদিন শ্রমিকদের মাধ্যমে তিনি কঙ্কাল উদ্ধারের খবরটি জানতে পারেন।

এ ঘটনার পর কোতোয়ালি মডেল থানা পুরাতন কসবা ফাঁড়ি পুলিশ ও পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করেন। কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেছিলেন, ওই কঙ্কাল উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছিল।

বুধবার (১ জুন) কঙ্কাল থেকে আলামত সংগ্রহ করে তার আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে দাফন করতে দেয়া হয়েছে। তাছাড়া যশোর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের সহযোগি অধ্যাপক বাবুল কিশোর সাহার নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আব্দুস সামাদ ও ডাক্তার আব্দুর রশিদ।

রাতদিন সংবাদ

আর কে- ১২

 

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত