Saturday, May 18, 2024

যৌতুক মামলায় তিন বছরের দণ্ড

- Advertisement -

যশোরে যৌতুক মামলায় মাসুদ রানা রনি নামে ব্যক্তিকে তিন বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শম্পা বসু এক রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত মাসুদ শার্শার আমতলা গাতিপাড়া গ্রামের রিজাউল ইসলামের ছেলে।

মামলার অভিযোগে জানা গেছে, আসামি  মাসুদ ২০১৫ সালের ১১ সেপ্টেম্বর উত্তর বরুজবাগান গ্রামের আলাম হোসেনের মেয়ে ইসমত আরা ইভাকে বিয়ে করেন। মাসুদ যৌতুকের দাবিতে প্রায় তার স্ত্রীকে মারপিট করত। ২০২০ সালের ২ অক্টোবর ইভা তার স্বামীর দাবিকৃত যৌতুকের টাকা এনে দিতে অস্বীকার কারায় দুই সন্তানসহ মারপিট করে পিতার বাড়ি তাড়িয়ে দেয়। ওই বছরের ২৫ ডিসেম্বর বিষয়টি মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়ে পরের বছরের ৩ জানুয়ারি আদালতে মামলা করেন।

এ মামলার রায়ে আসামি মাসুদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে তিন বছর সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত মাসুদ পলাতক রয়েছে।

রাতদিন সংবাদ

আর কে- ১২

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত