Saturday, May 18, 2024

নড়াইলে বিএনপি নেতৃবৃন্দের বাড়িতে ভাংচুরের অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

- Advertisement -

সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইল:

নড়াইলে জেলা বিএনপির সাধারন সম্পাদক মনিরুল ইসলাম, সহ-সভাপতি ও নড়াইল পৌরসভার সাবেক মেয়র জুলফিকার আলীর বাড়িতে ছাত্রলীগ হামলা ও ভাংচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় জেলা বিএনপির সাধারন সম্পাদকসহ ২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে আইন শৃংখলা বাহিনীর সামনে এ হামলা হয়। হামলা ও ভাংচুর করার পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে ছাত্রলীগ হামলার অভিযোগ অস্বিকার করেছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। জানা গেছে, বেগম খালেদা জিয়াসহ দেশের প্রবীন নাগরিকদের হত্যার হুমকির প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের অংশ হিসাবে জেলা বিএনপির সাধারন সম্পাদক মনিরুল ইসলামের বাড়িতে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমসহ জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আলী হাসান, মাহাবুব মোর্শেদ জাপল, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মোহিদুর রহমান পলাশ, জেলা কৃষক দলের আহ্বায়ক নবের হোসেন, সদস্য সচিব এনামুল কবীর চন্দন, নড়াইল জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার ফশিয়ার রহমান, সদস্য সচিব মঞ্জুরুল সাঈম বাবুসহ দলীয় নেতৃবৃন্দ এক প্রতিবাদ মিছিলের জন্য অবস্থান করছিলেন। দুপুর একটার দিকে জেলা ছাত্রলীগের সাবেক সভপতি শেখ আশরাফুজ্জামান মুকুল ও সাবেক সাধারন সম্পাদক নিলয় রায় বাঁধনের নেতৃত্বে অর্ধশতাধিক নেতা-কর্মিরা জেলা বিএনপির সাধারন সম্পাদক মনিরুল ইসলামের বাড়িতে দুই দফায় হামলা করে বলে অভিযোগ। ইট-পাটকেল ও লাঠির আঘাতে এসময় ঘরের জানালার কাচ ভেঙ্গে যায়। এ ঘটনার পর জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক মেয়র জুলফিকার আলীর বাড়িতেও হামলার অভিযোগ পাওয়া গেছে। দুপুরে জেলা ছাত্রলীগের সাবেক সভপতি ও সাবেক সাধারন সম্পাদকের নেতৃত্বে অর্ধশতাধিক নেতা-কর্মিরা জেলা বিএনপির সাধারন সম্পাদক মনিরুল ইসলামের বাড়িতে দুই দফায় হামলা করে। ইট-পাটকেল ও লাঠির আঘাতে এসময় ঘরের জানালার কাঁচ ভেঙ্গে যায়। এসময় জেলা বিএনপির সাধারন সম্পাদক মনিরুল ইসলাম ও যুগ্ম-সম্পাদক এড. মাহাবুব মোর্শেদ জাপল আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। জেলা ছাত্রলীগের সাবেক সভপতি শেখ আশরাফুজ্জামান মুকুল ও সাবেক সাধারন সম্পাদক নিলয় রায় বাঁধান অভিযোগ অস্বিকার করে বলেন, বিএনপির সন্ত্রাসী-নৈরাজ্যের প্রতিবাদে সাধারন জনগন প্রতিবাদ করেছে মাত্র। কোন হামলা বা ভাংচুর করেনি। এ বিষয়ে জানতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শওকত কবির ও পুলিশ সুপার প্রবীর কুমার রায়ের সাথে মোবাইলে যোগাযোগ করলে তারা কেউ ফোন রিসিভ করেননি।

রাতদিন সংবাদ/এ.এন-০৯

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত