Monday, May 13, 2024

বাঘারপাড়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

আজম খান, বাঘারপাড়া (যশোর) প্রতিনিধিঃ  যশোরের বাঘারপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে উফশী আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সোমবার (১৮ এপ্রিল) সকালে উপজেলা কৃষি অফিসের হলরুমে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভিন সাথী। ২০২১-২২ অর্থ বছরের খরিপ-১/২০২২-২৩ মৌসুমে কৃষি প্রনোদণা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণের আয়োজন করে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি।
৯টি ইউনিয়ন ও পৌরসভার এক হাজার ৩০০ কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি আউশ ধান বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আ ন ম আবুজর গিফারীর সভাপতিত্বে সার ও বিজ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক (পিপি) সৌমিত্র কুমার সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা রুহুল আমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইভা মল্লিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফজলে রাব্বি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা মিল্টন বৈরাগী।
- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত