Monday, May 20, 2024

কেশবপুরে ট্রান্সফরমার চোর সন্দেহে দুই যুবক আটক

- Advertisement -

কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ কেশবপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর সন্দেহে দুই যুবককে আটক করেছে পুলিশ। আটকরা হলেন উপজেলার সুজাপুর গ্রামের আল আমিন (২২) ও রনি হোসেন (২০)। তাদেরকে শনিবার যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, যশোর-সাতক্ষীরা সড়কের কেশবপুর পৌরসভার গোলাঘাটা নামক এলাকায় কামরুল বিশ্বাসের ঘেরের পাশে বৈদ্যুতিক খুঁটি থেকে শুক্রবার রাতে ট্রান্সফরমার চুরির প্রস্তুতিকালে সুজাপুর গ্রামের আল আমিন ও রনি হোসেন নামে দুই যুবক এলাকাবাসীর হাতে ধরা পড়ে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়।

এ সময় তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশী করলে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করার সরঞ্জাম পাওয়া যায়। পুলিশ তাদেরকে ওই রাতেই থানা হেফাজতে নিয়ে আসেন।

যশোর পল্লী বিদ্যুৎ সমিতি কেশবপুর জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মুহম্মদ আবদুল লতিফ বলেন, গত ৬ মাসে এ উপজেলা থেকে ৯টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। ট্রান্সফরমার চুরি হওয়ায় গ্রাহকদের পড়তে হয় বিপাকে।

এ ব্যাপারে কেশবপুর থানার ওসি বোরহান উদ্দীন বলেন, বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর সন্দেহে আটক দুই যুবককে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

 

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত