Friday, May 17, 2024

সুন্দরবনের হরিণ লোকলয়

- Advertisement -

শরণখোলায় বুধবার দুপুরে লোকালয়ে উদ্ধার করা একটি চিত্রল হরিণ সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার রাতে সুন্দরবন থেকে দুটি হরিণ লোকালয়ে ঢুকে পড়ে।

বনবিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর ফরেস্ট স্টেশনের বন থেকে দুটি চিত্রল হরিণ শরণখোলার পশ্চিম রাজাপুর গ্রামে চলে আসে। বুধবার সকালে গ্রামবাসী গ্রামের মাঠে দুটি হরিণকে ঘাস খেতে দেখে ধরার জন্য তাড়া করলে একটি হরিণ নিকটস্থ ভোলা নদীতে সাঁতরে সুন্দরবনের মধ্যে চলে যায়। অপর হরিণটি পশ্চিম রাজাপুর গ্রামের আলামিন হোসেনের বাড়ির পিছনে ঝোপের মধ্যে আশ্রয় নেয়। খবর পেয়ে ধানসাগর স্টেশনের বনরক্ষীরা ঝোপের মধ্যে থেকে হরিণটিকে উদ্ধার করে নিয়ে যান।

ধানসাগর ফরেস্ট স্টেশন কর্মকর্তা আব্দুস সবুর বলেন, ধারণা করা হচ্ছে সুন্দরবনে বাঘের তাড়া খেয়ে নদী সাঁতরে হরিণ দুটি গ্রামে চলে গিয়েছিল। একটি হরিণ মানুষের তাড়া খেয়ে বনে ফিরেছে এবং  উদ্ধার করা হরিণটি বুধবার দুপুরে ধানসাগর স্টেশনের বনে অবমুক্ত করা হয়েছে।

অনলাইন ডেস্ক

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত