Tuesday, May 14, 2024

চৌগাছায় নিষিদ্ধ জাপানি-চায়না দোয়ারী মাছ ধরা জাল ধ্বংস

- Advertisement -

চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ চৌগাছায় নিষিদ্ধ ঘোষিত জাপানি-চায়না দোয়ারী মাছধরা জাল ধ্বংস করা হয়েছে। বুধবার (৬এপ্রিল) বেলা ১২ টার দিকে হাজরাখানা কপোতাক্ষ নদের সরকারের নিষিদ্ধ জাপানি-চায়না দোয়ারী মাছধরা জাল দিয়ে মাছ ধরছিল এমন সময় মৎস্য অফিসার হরিদাস কুমার দেবনাথ নেতৃত্বে পুলিশ সদস্যসহ নিষিদ্ধ ভয়ানক মাছ ধরা জাল টি উদ্ধার করেন।

নিষিদ্ধ জাল দিয়ে যারা মাছ ধরছিলেন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দুপুর ২ টার দিকে অনুমান ৮০ মিটার নিষিদ্ধ ঘোষিত জাপানি -চায়না নালম্বা দোয়ারী জাল অনুমান মূল্য ৪০০০০/-টাকা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার ইরূফা সুলতান, ইউনিয়ন চেয়ারম্যান মমিনুর রহমান মমিন, মৎস্য অফিসার হরিদাস কুমার দেবনাথ, উপজেলা প্রকল্প অফিসার ইশতিয়াক আহমেদ,নিষিদ্ধ ঘোষিত জাপান-চায়না  দুয়ারী জাল টি পুড়িয়ে ধ্বংস করা হয়।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত