Monday, May 20, 2024

কেশবপুরে দেশের প্রথম জীবিকায়ন শিল্প পল্লীর উদ্বোধন

- Advertisement -

কেশবপুর প্রতিনিধিঃ দেশের প্রথম জীবিকায়ন শিল্প পল্লী গড়ে তুলা হয়েছে কেশবপুরে। এ পল্লীর প্রায় ৬শ’ পরিবার সরকারি অর্থ ও প্রশিক্ষণ সহায়তায় নিজেদের ব্যবসার উন্নয়ন করার সুযোগ করে দেওয়া হবে। সরকারের এক হাজার শিল্প পল্লী স্থাপন কার্যক্রমের অংশ হিসেবে পহেলা এপ্রিল বিকেলে উপজেলার আলতাপোল গ্রামে এই শিল্প পল্লীর উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক সুপ্রিয় কুন্ডুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুরের সংসদ সদস্য  শাহীন চাকলাদার, জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়। এ সময় উপস্থিত ছিলেন কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন,উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সূজন কুমার চন্দ্র, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান ,সাধারলণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের পল্লী জীবিকায়ন প্রকল্প-৩ এর আওতায় যশোরের কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামকে কারুশিল্প পল্লী হিসেবে ঘোষণা করা হয়।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত