Friday, May 17, 2024

মোরেলগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন 

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ ” ইলিশ আমাদের জাতীয় মাছ, জাটকা ধরলে সর্বনাশ” এ শ্লোগানে  বাগেরহাটের মোরেলগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২২ (৩১মার্চ- ৬ এপ্রিল) এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে মোরেলগঞ্জে  জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২২ বাস্তবায়ন সম্পর্কিত উপজেলা টাস্কফোর্স কমিটির বাস্তবায়নে র‍্যালি, নৌ- র‍্যালি, সাতার প্রতিযোগিতা  ও আলোচনা  সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা চত্বর হতে শুরু হওয়া র‍্যালিটির নেতৃত্ব প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলম। পরে র‍্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা  চত্বরে এসে শেষ হয়।
পরে বেলা ১১ টায় পানগুছি ও বলেশ্বর নদীতে এক বর্ণাঢ্য নৌ-র‍্যালি অনুষ্ঠিত হয। জেলা মৎস্য কর্মকর্তা এসএম রাসেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক ও কোস্টগার্ডের শরণখোলা স্টেশন কর্মকর্তা মো. আজম ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় নৌ-র‌্যালিতে নেতৃত্ব দেন।
উপজেলা অফিসার্স ক্লাবে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে ও মোরেলগঞ্জ  উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিণয় রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য  মৎস্য অধিদপ্তর  খুলনা বিভাগীয়  কার্যালয়ের সহকারী  পরিচালক রাজ কুমার বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এএসএম রাসেল,  বাগেরহাট  জেলা  মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মোঃ বদরুজ্জামান, বাগেরহাট সদর মৎস্য কর্মকর্তা ফেরদৌস আনসারী, কচুয়া মৎস্য কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস, ফকিরহাট মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস, উপজেলা মৎস্যজীবিলীগের সাধারণ সম্পাদক  মোঃ আল আমিন শেখ।
- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত